ভোর
নতুন বছরের ভোরে কুয়াকাটায় পর্যটকদের ঢল
নতুন বছরের প্রথম ভোরে কুয়াকাটা সৈকতে পর্যটকদের ভিড় লক্ষ্য করা গেছে। সাধারণত খুব ভোরে সৈকতগুলো শুনশান থাকে। তবে বৃহস্পতিবার ভোররাত থেকেই জিরো পয়েন্ট, ঝাউবাগান, গঙ্গামতি, চরগঙ্গামতি ও লাল কাঁকড়ার চড়ে পর্যটকেরা জমায়েত হয়।
