মুস্তাফিজ
বাংলাদেশের বিশ্বকাপ না-যাওয়া: মুস্তাফিজ ইস্যু, আইসিসি ভোট ও ‘ক্রিকেট কূটনীতি’
ভারতে অনুষ্ঠিতব্য টি–টোয়েন্টি বিশ্বকাপ না খেলার সিদ্ধান্তের পর বাংলাদেশের ক্রিকেটে এখন সবচেয়ে বড় বিতর্ক দুটি প্রশ্নকে ঘিরে—মুস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বিশেষভাবে বাদ দেওয়া হলেও কেন এখনো আনুষ্ঠানিক কারণ স্পষ্ট নয়, আর আইসিসি কি সচেতনভাবেই এমন ভোট–প্রক্রিয়া সাজিয়েছে, যাতে বাংলাদেশ আবেগ ও চাপে পড়ে বয়কটের পথে হাঁটে।
