বিজ্ঞান
জাপানি টয়লেট: শুধুই বিলাসিতা নয়, প্রযুক্তির আরামদায়ক রূপ
যেখানে টয়লেট আপনার ল্যাপটপের চেয়েও স্মার্ট! আপনি যদি কখনও জাপানে ভ্রমণ করে থাকেন, তাহলে হয়তো একটি সাধারণ অভিজ্ঞতা আপনাকে চমকে দিয়েছে—টয়লেট। হ্যাঁ, ঠিকই শুনেছেন। জাপানে টয়লেট শুধু প্রয়োজন মেটানোর জায়গা নয়, বরং একটি প্রযুক্তিনির্ভর আরামদায়ক অভিজ্ঞতার কেন্দ্রবিন্দু। অনেকেই মজা করে বলেন, “Japan, where the toilets are more high-tech than my laptop!”