মঠবাড়িয়ায় বিপুল মাদক ও দেশীয় অস্ত্রসহ আটক ৩
বৃহস্পতিবার , ২৯ জানুয়ারি, ২০২৬ ১১:৩৭ পূর্বাহ্ন
শেয়ার করুন:
পিরোজপুরের মঠবাড়িয়ায় মাদক ও সন্ত্রাসবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করেছে বাংলাদেশ সেনাবাহিনী।
অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য ও দেশীয় অস্ত্রসহ ৩ জন চিহ্নিত মাদক কারবারিকে আটক করা হয়েছে।
বুধবার (২৯ জানুয়ারি) দিবাগত রাত ৩টায় উপজেলার তুষখালী এলাকায় এই ঝটিকা অভিযান পরিচালনা করা হয়।
জানা গেছে, গোপন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তুষখালী এলাকায় মাদক কেনাবেচা ও অপরাধমূলক কর্মকাণ্ডের খবর পাওয়া যায়।
এর প্রেক্ষিতে মঠবাড়িয়া আর্মি ক্যাম্পের অধিনায়ক মেজর মোস্তফা কামাল-এর নেতৃত্বে সেনাবাহিনীর একটি বিশেষ দল গভীর রাতে ওই এলাকায় অভিযান চালায়।
এ সময় ধাওয়া করে ৩ জনকে আটক করতে সক্ষম হন সেনা সদস্যরা। তাদের কাছ থেকে উদ্ধার করা হয় বিপুল পরিমাণ মাদকদ্রব্য এবং অপরাধ কাজে ব্যবহৃত বেশ কিছু দেশীয় অস্ত্র।
আটককৃতদের পরিচয়, মো. রাকিব (পিতা: আফজাল হোসেন, সাং- তুষখালী), মো. আসাদ (পিতা: মো. মিলন), নূর আলম (পিতা: ফুল মিয়া হাওলাদার)। আটককৃত সবাই স্থানীয় তুষখালী এলাকার বাসিন্দা বলে নিশ্চিত করা হয়েছে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে উদ্ধারকৃত আলামতসহ আটককৃত আসামিদের বিরুদ্ধে মাদক ও অস্ত্র আইনে মামলার প্রস্তুতি চলছে। স্থানীয় জনগণ সেনাবাহিনীর এই অভিযানকে সাধুবাদ জানিয়েছেন।
১০৫ বার পড়া হয়েছে
