জাতীয়
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচনী পোস্টার মুদ্রণ বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। এ লক্ষ্যে দেশের ৩০০ আসনের রিটার্নিং কর্মকর্তাদের চিঠি পাঠিয়েছে সংস্থাটি।
নির্বাচনী পোস্টার ছাপানো বন্ধে ছাপাখানাগুলোকে নির্দেশনা ইসির
স্টাফ রিপোর্টার
বৃহস্পতিবার , ২৯ জানুয়ারি, ২০২৬ ৯:৫৬ পূর্বাহ্ন
শেয়ার করুন:
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচনী পোস্টার মুদ্রণ বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। এ লক্ষ্যে দেশের ৩০০ আসনের রিটার্নিং কর্মকর্তাদের চিঠি পাঠিয়েছে সংস্থাটি।
চিঠিতে ইসি জানিয়েছে, আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা প্রচার কার্যক্রম চালাচ্ছেন। তবে সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণবিধিমালা অনুযায়ী নির্বাচনী প্রচারে কোনো ধরনের পোস্টার ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ।
আচরণবিধি লঙ্ঘনের আশঙ্কা ঠেকাতে রিটার্নিং কর্মকর্তাদের প্রয়োজনীয় পদক্ষেপ নিতে বলা হয়েছে। একই সঙ্গে কোনো প্রার্থী যেন পোস্টার ছাপাতে না পারেন, সে জন্য স্থানীয় পর্যায়ে ছাপাখানাগুলোকে নির্বাচনী পোস্টার মুদ্রণ না করার নির্দেশনা দিতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের কথাও চিঠিতে উল্লেখ করেছে নির্বাচন কমিশন।
১০৫ বার পড়া হয়েছে
শেয়ার করুন:
মন্তব্য
(0)
আলোচিত খবর
এলাকার খবর
জাতীয় নিয়ে আরও পড়ুন
বিজ্ঞাপন
