ভারত ছাড়াই ২০২৭ সালে পাকিস্তানে দক্ষিণ এশিয়ান গেমস আয়োজনের সিদ্ধান্ত
বৃহস্পতিবার , ২৯ জানুয়ারি, ২০২৬ ৮:৪৯ পূর্বাহ্ন
শেয়ার করুন:
দীর্ঘ সাত বছর পর আবারও মাঠে ফিরতে যাচ্ছে দক্ষিণ এশিয়ার সবচেয়ে বড় ক্রীড়া আসর সাউথ এশিয়ান গেমস (এসএ গেমস)। সর্বশেষ ২০১৯ সালের ডিসেম্বরে নেপালে অনুষ্ঠিত হওয়ার পর নানা জটিলতায় পিছিয়ে ছিল এই আসর।
অবশেষে ২০২৭ সালের মার্চে পাকিস্তানে গেমস আয়োজনের নতুন সূচি চূড়ান্ত করা হয়েছে।
উজবেকিস্তানের তাসখন্দে অনুষ্ঠিত অলিম্পিক কাউন্সিল অব এশিয়ার (ওসিএ) সাধারণ সভায় পাকিস্তান অলিম্পিক অ্যাসোসিয়েশন নতুন দিনক্ষণ ঘোষণা করে। সিদ্ধান্ত অনুযায়ী, ২০২৭ সালের ২৩ থেকে ৩১ মার্চ পর্যন্ত লাহোর, ইসলামাবাদ, ফয়সালাবাদ ও করাচিতে অনুষ্ঠিত হবে এসএ গেমস।
ভারত-পাকিস্তানের চলমান রাজনৈতিক ও কূটনৈতিক উত্তেজনার কারণে ভারতের অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা থাকলেও, আয়োজক ও অংশগ্রহণকারী দেশগুলো গেমস আয়োজনের বিষয়ে একমত হয়েছে। বৈঠকে ভারতের কোনো প্রতিনিধি উপস্থিত ছিলেন না। বাংলাদেশ, শ্রীলঙ্কা, নেপাল, মালদ্বীপ, ভুটানসহ বাকি ছয় দেশের প্রতিনিধিরা সিদ্ধান্ত নিয়েছেন-ভারত অংশ না নিলেও নির্ধারিত সময়েই গেমস অনুষ্ঠিত হবে।
বৈঠক শেষে ঢাকায় ফিরে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের (বিওএ) মহাসচিব জোবায়দুর রহমান রানা জানান, “গেমসটি যথাসময়ে পাকিস্তানে হবে। ভারত না খেললেও বাকি ছয় দেশকে নিয়েই আয়োজন সম্পন্ন করা হবে।”
সাম্প্রতিক বছরগুলোতে ভারত ও পাকিস্তানের মধ্যে ক্রীড়া সম্পর্ক কার্যত স্থবির। নিরাপত্তাজনিত কারণে পাকিস্তান তাদের ম্যাচ শ্রীলঙ্কায় খেলেছে টি২০ বিশ্বকাপে, অন্যদিকে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতের ম্যাচ হয়েছে সংযুক্ত আরব আমিরাতে। এমনকি বাংলাদেশও নিরাপত্তার কারণে ভারতে অনুষ্ঠিত বিশ্বকাপ বয়কট করেছে। ফলে এসএ গেমসে ভারতের অনুপস্থিতি নতুন কিছু নয় বলেই মনে করছেন সংশ্লিষ্টরা।
এদিকে চলতি ও আগামী বছরগুলোতে আন্তর্জাতিক ক্রীড়াঙ্গনে ব্যস্ত সময় পার করবে বাংলাদেশ। জুলাই-আগস্টে গ্লাসগোতে কমনওয়েলথ গেমস এবং সেপ্টেম্বর-অক্টোবরে জাপানে এশিয়ান গেমস অনুষ্ঠিত হবে। কমনওয়েলথ গেমসের জন্য বাংলাদেশের ডিসিপ্লিন প্রায় চূড়ান্ত হলেও, এশিয়ান গেমসের বিষয়ে এখনও সিদ্ধান্ত হয়নি।
২০২৬ সালে এসএ গেমস হওয়ার আশায় বিভিন্ন ফেডারেশন প্রস্তুতি শুরু করলেও পরে আসরটি স্থগিত হওয়ায় সেই কার্যক্রম বন্ধ হয়ে যায়। তবে নতুন সূচি অনুযায়ী গেমস শুরু হতে এখনও এক বছরের বেশি সময় থাকায় প্রস্তুতির সুযোগ দেখছে বিওএ।
আগামী ১ ফেব্রুয়ারি ময়মনসিংহের ত্রিশালে অলিম্পিক ভিলেজ পরিদর্শনের পাশাপাশি বিওএর নির্বাহী সভা অনুষ্ঠিত হবে। ওই সভায় আসন্ন আন্তর্জাতিক গেমসগুলোর ডিসিপ্লিন ও প্রস্তুতি পরিকল্পনা চূড়ান্ত হতে পারে বলে জানিয়েছেন মহাসচিব জোবায়দুর রহমান রানা।
১১৬ বার পড়া হয়েছে
