গাইবান্ধায় গণভোট উপলক্ষে ইমাম সম্মেলন অনুষ্ঠিত
বৃহস্পতিবার , ২৯ জানুয়ারি, ২০২৬ ৮:১৯ পূর্বাহ্ন
শেয়ার করুন:
গণভোটে ভোটারদের সচেতনতা বৃদ্ধি ও অংশগ্রহণে উদ্বুদ্ধ করার লক্ষ্যে গাইবান্ধায় এক ইমাম সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
বুধবার দুপুরে গাইবান্ধা ইনডোর স্টেডিয়ামে জেলা ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে এ সম্মেলনের আয়োজন করা হয়।
সম্মেলনে সভাপতিত্ব করেন ইসলামিক ফাউন্ডেশনের রংপুর বিভাগীয় পরিচালক জনাব মোস্তফা মনছুর আলম খাঁন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাইবান্ধার অতিরিক্ত জেলা প্রশাসক হেদায়েতুল ইসলাম।
এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা তথ্য অফিসার ইশতিয়াক আহমাদ আবীর, জেলা ইসলামিক ফাউন্ডেশনের উপপরিচালক মোঃ মিরাজুল ইসলাম, অধ্যক্ষ শরীফ মোঃ আবু ইউসুফসহ জেলার বিভিন্ন পর্যায়ের আলেম ও ইমামগণ।
সম্মেলনে বক্তারা বলেন, গণভোট একটি গুরুত্বপূর্ণ নাগরিক দায়িত্ব। মসজিদের ইমামরা সমাজে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন উল্লেখ করে বক্তারা গণভোটে অংশগ্রহণের গুরুত্ব মসজিদকেন্দ্রিক আলোচনার মাধ্যমে জনগণের মাঝে তুলে ধরার আহ্বান জানান। একই সঙ্গে সবাইকে দায়িত্বশীল ও সচেতনভাবে গণভোটে অংশ নেওয়ার জন্য উদ্বুদ্ধ করেন তারা।
১২২ বার পড়া হয়েছে
