সারাদেশ
গোপালগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ শামছুল হকের বাসভবনে ককটেল নিক্ষেপের ঘটনা ঘটেছে।
গোপালগঞ্জে জেলা ও দায়রা জজের বাসভবনে ককটেল হামলা
বাদল সাহা, গোপালগঞ্জ
বৃহস্পতিবার , ২৯ জানুয়ারি, ২০২৬ ৮:০১ পূর্বাহ্ন
শেয়ার করুন:
গোপালগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ শামছুল হকের বাসভবনে ককটেল নিক্ষেপের ঘটনা ঘটেছে।
বুধবার (২৮ জানুয়ারি) রাত আনুমানিক ৯টা ৪৫ মিনিটে শহরের পোস্ট অফিস রোড এলাকায় এ হামলার ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, হঠাৎ বিকট শব্দে ককটেল বিস্ফোরিত হলে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। কারা বা কী উদ্দেশ্যে এ ককটেল নিক্ষেপ করেছে, সে বিষয়ে এখনো নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।
গোপালগঞ্জের পুলিশ সুপার মো. হাবিবুল্লাহ জানান, কয়েকজন দুর্বৃত্ত বিচারকের বাসভবন লক্ষ্য করে ককটেল নিক্ষেপ করে পালিয়ে যায়। ঘটনার পরপরই পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়।
তিনি আরও জানান, নিরাপত্তার স্বার্থে পুরো এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে। দোষীদের শনাক্ত করে আইনের আওতায় আনার চেষ্টা চলছে।
১২৫ বার পড়া হয়েছে
শেয়ার করুন:
মন্তব্য
(0)
আলোচিত খবর
এলাকার খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন
বিজ্ঞাপন
