সারাদেশ
রাঙামাটি শহরের পাবলিক হেলথ এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত পাঁচটি বসতঘর সম্পূর্ণভাবে পুড়ে গেছে। মঙ্গলবার বিকেল আনুমানিক ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
রাঙামাটির পাবলিক হেলথ এলাকায় ভয়াবহ আগুন, পুড়েছে ৫টি বসতঘর
মোহাম্মদ সোলায়মান, রাঙামাটি
মঙ্গলবার, ২০ জানুয়ারি, ২০২৬ ১২:৪২ অপরাহ্ন
শেয়ার করুন:
রাঙামাটি শহরের পাবলিক হেলথ এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত পাঁচটি বসতঘর সম্পূর্ণভাবে পুড়ে গেছে। মঙ্গলবার বিকেল আনুমানিক ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স রাঙামাটি স্টেশনের অতিরিক্ত পরিচালক জানান, আকস্মিকভাবে সৃষ্ট এ অগ্নিকাণ্ডে ১১ কক্ষবিশিষ্ট চারটি বসতঘর আগুনে ভস্মীভূত হয়। খবর পেয়ে রাঙামাটি ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। তবে তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করা সম্ভব হয়নি। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
স্থানীয় বাসিন্দারা জানান, জনৈক জাফর মিস্ত্রির রান্নাঘর থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই আগুন ছড়িয়ে পড়লে পাশের আরও কয়েকটি বসতঘর আগুনের কবলে পড়ে। আগুন লাগার পর স্থানীয়রা ফায়ার সার্ভিসের পাশাপাশি আগুন নেভানোর কাজে অংশ নেন।
এদিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে রাঙামাটি সেনা জোনের একটি দল ঘটনাস্থলে উপস্থিত হয়ে সহায়তা করে।
১৬৮ বার পড়া হয়েছে
শেয়ার করুন:
মন্তব্য
(0)
আলোচিত খবর
এলাকার খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন
বিজ্ঞাপন
