সর্বশেষ

জাতীয়১৩ ফেব্রুয়ারি থেকে ‘জনগণের দিন’, তারেক রহমানের নির্বাচনী প্রতিশ্রুতি
নির্বাচনী পোস্টার ছাপানো বন্ধে ছাপাখানাগুলোকে নির্দেশনা ইসির
২০২৫-২৬ অর্থবছরের আয়কর রিটার্ন জমার সময় বাড়ালো
চাঁদাবাজি ও দুর্নীতি রোধে কঠোর পদক্ষেপ নেব : জামায়াত আমির
টাইম ম্যাগাজিনকে সাক্ষাৎকার: কোনো দল নিষিদ্ধের পক্ষে নন তারেক রহমান
১৪ বছর পর ঢাকা-করাচি সরাসরি ফ্লাইট চালু হচ্ছে আজ
স্বর্ণের দামে রেকর্ড, ভরি ২ লাখ ৮৬ হাজার
সারাদেশবেনাপোল বন্দর: এক দিনে ১৫১৩ জন পাসপোর্টধারী পারাপার, ৩৫০ ট্রাক বাণিজ্য
শৈলকুপায় জমি বিরোধে রক্তক্ষয়ী সংঘর্ষ, আহত অন্তত ২০
ফেনীতে মুক্তিপণ না পেয়ে স্কুলছাত্র নাশিত হত্যা: ৩ আসামির মৃত্যুদণ্ড
দীর্ঘ বিরতির পর সোনামসজিদ স্থলবন্দর দিয়ে চাল আমদানি পুনরায় শুরু
গোপালগঞ্জে জেলা ও দায়রা জজের বাসভবনে ককটেল হামলা
২০ বছর পর নওগাঁয় আসছেন তারেক রহমান, ব্যাপক প্রস্তুতি
কুয়াকাটায় ভাঙনরোধে টেকসই বেড়িবাঁধ ও পুনর্বাসনের ঘোষণা বিএনপি প্রার্থীর
চট্টগ্রামের রাউজানে গভীর নলকূপের গর্তে পড়ে শিশুর মৃত্যু
গাইবান্ধায় গণভোট উপলক্ষে ইমাম সম্মেলন অনুষ্ঠিত
শেরপুরে নির্বাচনী ইশতেহার বিতরণ মঞ্চে সংঘর্ষ, জামায়াত নেতা নিহত
আন্তর্জাতিকইরানমুখী আরও মার্কিন নৌবহর, মধ্যপ্রাচ্যে সামরিক উত্তেজনা বাড়ছে
খেলাভারত ছাড়াই ২০২৭ সালে পাকিস্তানে দক্ষিণ এশিয়ান গেমস আয়োজনের সিদ্ধান্ত
আন্তর্জাতিক

স্পেনে উচ্চগতির ট্রেন দুর্ঘটনায় নিহত ২১, আহত অর্ধশতাধিক

ডেস্ক রিপোর্ট
ডেস্ক রিপোর্ট

সোমবার, ১৯ জানুয়ারি, ২০২৬ ১:২০ পূর্বাহ্ন

শেয়ার করুন:
স্পেনের দক্ষিণাঞ্চলে দুটি উচ্চগতির ট্রেনের ভয়াবহ সংঘর্ষে অন্তত ২১ জন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন ৭০ জনের বেশি, যাদের অনেকের অবস্থা গুরুতর। রোববার স্থানীয় সময় আন্দালুসিয়ার আদামুজ শহরের কাছে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে দেশটির জরুরি সেবা বিভাগ।

স্পেনের রেল অবকাঠামো কর্তৃপক্ষ অ্যাডিফ জানায়, মালাগা থেকে মাদ্রিদগামী একটি দ্রুতগতির ট্রেন নিয়ন্ত্রণ হারিয়ে লাইনচ্যুত হয় এবং বিপরীত লাইনে ঢুকে সামনে থেকে আসা আরেকটি ট্রেনের সঙ্গে সংঘর্ষে জড়ায়। সংঘর্ষের ফলে দুটি ট্রেনই মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয় এবং কয়েকটি বগি দুমড়ে-মুচড়ে যায়।

প্রাথমিকভাবে নিহতের সংখ্যা পাঁচজন বলা হলেও উদ্ধারকাজ এগোনোর সঙ্গে সঙ্গে তা বেড়ে ২১ জনে দাঁড়ায়। আন্দালুসিয়ার জরুরি সেবা বিভাগের প্রধান আন্তোনিও সানজ জানান, অন্তত ৭৩ জন আহত হয়েছেন। স্থানীয় গণমাধ্যমের আশঙ্কা, ধ্বংসস্তূপে আটকে থাকা যাত্রীদের কারণে আহতের সংখ্যা আরও বাড়তে পারে।

কর্ডোবা অঞ্চলের ফায়ার সার্ভিসের প্রধান ফ্রান্সিসকো কারমোনা রাষ্ট্রায়ত্ত সম্প্রচারমাধ্যম আরটিভিইকে বলেন, বগিগুলোর ধাতব কাঠামো ভয়াবহভাবে বিকৃত হয়ে গেছে। আটকে পড়া যাত্রীদের উদ্ধারে কখনো কখনো মৃতদেহ সরিয়ে জায়গা তৈরি করতে হচ্ছে, যা অত্যন্ত ঝুঁকিপূর্ণ ও কষ্টকর কাজ।

প্রত্যক্ষদর্শীরা জানান, একটি বগি পুরোপুরি উল্টে যায়। সংঘর্ষের সময় পরিস্থিতি ছিল আতঙ্কজনক। রাষ্ট্রায়ত্ত রেডিও আরএনই–এর এক সাংবাদিক, যিনি দুর্ঘটনাকবলিত ট্রেনের যাত্রী ছিলেন, জানান—সংঘর্ষের অনুভূতি ছিল ভূমিকম্পের মতো। অনেকে জরুরি হাতুড়ি ব্যবহার করে জানালা ভেঙে বের হওয়ার চেষ্টা করেন।

এক যাত্রী লুকাস মেরিয়াকো স্থানীয় টেলিভিশনকে বলেন, ‘ঘটনাটি হরর সিনেমার মতো মনে হয়েছে। প্রচণ্ড ধাক্কায় মনে হয়েছিল ট্রেনটি ভেঙে পড়বে। কাচ ভেঙে অনেকেই আহত হয়েছেন।’

গণমাধ্যমের তথ্যমতে, দুর্ঘটনাকবলিত দুই ট্রেনে প্রায় ৪০০ যাত্রী ছিলেন। দুর্ঘটনার পর মাদ্রিদ, সেভিয়া, কর্ডোবা, মালাগা ও হুয়েলভা রুটে উচ্চগতির ট্রেন চলাচল অন্তত সোমবার পর্যন্ত বন্ধ রাখার ঘোষণা দিয়েছে অ্যাডিফ। যাত্রীদের পরিবার ও স্বজনদের সহায়তায় সংশ্লিষ্ট স্টেশনগুলোতে বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে।

এদিকে স্পেনের রাজপ্রাসাদ এক বিবৃতিতে জানায়, রাজা ষষ্ঠ ফিলিপ ও রানি লেতিসিয়া দুর্ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন এবং নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। আহতদের দ্রুত সুস্থতা কামনাও করেছেন তাঁরা।

উল্লেখ্য, স্পেনের উচ্চগতির রেল নেটওয়ার্কের দৈর্ঘ্য প্রায় তিন হাজার কিলোমিটার, যা ইউরোপের মধ্যে বৃহত্তম। এই নেটওয়ার্কের মাধ্যমে মাদ্রিদসহ দেশের প্রধান শহরগুলো সংযুক্ত।

২০৫ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
আন্তর্জাতিক নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন