সাভারে পরিত্যক্ত কমিউনিটি সেন্টার থেকে ২ পোড়া মরদেহ উদ্ধার, আটক ১
রবিবার, ১৮ জানুয়ারি, ২০২৬ ১০:০৭ পূর্বাহ্ন
শেয়ার করুন:
সাভারের পৌর কমিউনিটি সেন্টারের একটি পরিত্যক্ত ভবন থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির পোড়া মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রবিবার (দুপুরে) মরদেহ দুটি উদ্ধার করা হয়।
স্থানীয়দের বরাতে জানা যায়, সাভার পৌর কমিউনিটি সেন্টারের অব্যবহৃত ভবনের দ্বিতীয় তলায় দুইটি পোড়া মরদেহ পড়ে থাকতে দেখে এলাকাবাসী সাভার মডেল থানা পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ দুটি উদ্ধার করে।
পুলিশ জানায়, প্রাথমিক সুরতহাল প্রতিবেদন সম্পন্ন করার পর মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য পাঠানোর প্রস্তুতি চলছে। একই সঙ্গে নিহতদের পরিচয় শনাক্ত এবং কীভাবে এ ঘটনা ঘটেছে তা জানতে থানা পুলিশ ও গোয়েন্দা (ডিবি) পুলিশ যৌথভাবে তদন্ত শুরু করেছে।
উল্লেখ্য, গত পাঁচ মাসে একই পরিত্যক্ত ভবন থেকে সর্বশেষ এই দুইটি মরদেহসহ মোট পাঁচটি মরদেহ উদ্ধার করা হয়েছে। ধারাবাহিকভাবে মরদেহ উদ্ধারের ঘটনায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে।
এ বিষয়ে ঢাকা জেলার পুলিশ সুপার মিজানুর রহমান জানান, মরদেহ উদ্ধারের খবর পেয়ে সাভার মডেল থানা পুলিশ, ডিবি পুলিশ, সিআইডির ক্রাইম সিন ইউনিট এবং পিবিআই ঘটনাস্থল পরিদর্শন করেছে। তিনি আরও জানান, আজকের ঘটনায় জড়িত সন্দেহে একজন ব্যক্তিকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নেওয়া হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, আগের মরদেহ উদ্ধারের ঘটনাগুলোর সঙ্গেও ওই ব্যক্তি জড়িত থাকতে পারে।
পুলিশ জানিয়েছে, তদন্তের অগ্রগতির সঙ্গে সঙ্গে বিস্তারিত তথ্য জানানো হবে।
১৬৩ বার পড়া হয়েছে
