সর্বশেষ

জাতীয়১৩ ফেব্রুয়ারি থেকে ‘জনগণের দিন’, তারেক রহমানের নির্বাচনী প্রতিশ্রুতি
নির্বাচনী পোস্টার ছাপানো বন্ধে ছাপাখানাগুলোকে নির্দেশনা ইসির
২০২৫-২৬ অর্থবছরের আয়কর রিটার্ন জমার সময় বাড়ালো
চাঁদাবাজি ও দুর্নীতি রোধে কঠোর পদক্ষেপ নেব : জামায়াত আমির
টাইম ম্যাগাজিনকে সাক্ষাৎকার: কোনো দল নিষিদ্ধের পক্ষে নন তারেক রহমান
১৪ বছর পর ঢাকা-করাচি সরাসরি ফ্লাইট চালু হচ্ছে আজ
স্বর্ণের দামে রেকর্ড, ভরি ২ লাখ ৮৬ হাজার
সারাদেশবেনাপোল বন্দর: এক দিনে ১৫১৩ জন পাসপোর্টধারী পারাপার, ৩৫০ ট্রাক বাণিজ্য
শৈলকুপায় জমি বিরোধে রক্তক্ষয়ী সংঘর্ষ, আহত অন্তত ২০
ফেনীতে মুক্তিপণ না পেয়ে স্কুলছাত্র নাশিত হত্যা: ৩ আসামির মৃত্যুদণ্ড
দীর্ঘ বিরতির পর সোনামসজিদ স্থলবন্দর দিয়ে চাল আমদানি পুনরায় শুরু
গোপালগঞ্জে জেলা ও দায়রা জজের বাসভবনে ককটেল হামলা
২০ বছর পর নওগাঁয় আসছেন তারেক রহমান, ব্যাপক প্রস্তুতি
কুয়াকাটায় ভাঙনরোধে টেকসই বেড়িবাঁধ ও পুনর্বাসনের ঘোষণা বিএনপি প্রার্থীর
চট্টগ্রামের রাউজানে গভীর নলকূপের গর্তে পড়ে শিশুর মৃত্যু
গাইবান্ধায় গণভোট উপলক্ষে ইমাম সম্মেলন অনুষ্ঠিত
শেরপুরে নির্বাচনী ইশতেহার বিতরণ মঞ্চে সংঘর্ষ, জামায়াত নেতা নিহত
আন্তর্জাতিকইরানমুখী আরও মার্কিন নৌবহর, মধ্যপ্রাচ্যে সামরিক উত্তেজনা বাড়ছে
খেলাভারত ছাড়াই ২০২৭ সালে পাকিস্তানে দক্ষিণ এশিয়ান গেমস আয়োজনের সিদ্ধান্ত
খেলা

শেরপুরে উৎসবমুখর পরিবেশে শিশুদের ম্যারাথন দৌড় প্রতিযোগিতা

স্টাফ রিপোর্টার, শেরপুর
স্টাফ রিপোর্টার, শেরপুর

শুক্রবার, ১৬ জানুয়ারি, ২০২৬ ১১:২৩ পূর্বাহ্ন

শেয়ার করুন:
মহান স্বাধীনতার ৫৪ বছর পূর্তি উপলক্ষে শেরপুরে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে শিশুদের ম্যারাথন দৌড় প্রতিযোগিতা। শুক্রবার (১৬ জানুয়ারি) সকালে শহরের শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি স্টেডিয়ামে ‘এইমস কিডস সিরিজ’-এর আওতায় এ প্রতিযোগিতার আয়োজন করা হয়।

রানবাংলা ও শেরপুর রানার্স কমিউনিটির সহযোগিতায় আয়োজিত এই প্রতিযোগিতায় ক্ষুদ্র নৃগোষ্ঠী, মাদ্রাসাপড়ুয়া ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীর শিশুসহ প্রায় ৬০০ শিশু অংশগ্রহণ করে। সকাল ৯টায় প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মেরিটাইম অ্যাফেয়ার্স বিভাগের সাবেক সচিব রিয়ার অ্যাডমিরাল (অব.) মো. খুরশেদ আলম।

উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন শেরপুরের জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান, বিশিষ্ট সমাজসেবী রাজিয়া সামাদ ডালিয়া, রবেতা ম্রং, রানবাংলার প্রতিষ্ঠাতা মো. রাজীব হোসেন, শেরপুর রানার্স কমিউনিটির প্রতিষ্ঠাতা মো. আল-আমিন সেলিমসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

ভোর থেকেই স্টেডিয়াম চত্বরে শিশু ও অভিভাবকদের পদচারণায় মুখর হয়ে ওঠে পরিবেশ। প্রতিযোগিতায় ২ থেকে ১৪ বছর বয়সী শিশুদের জন্য ১০০ মিটার, ৫০০ মিটার ও ১ হাজার মিটার—এই তিনটি ক্যাটাগরিতে দৌড় অনুষ্ঠিত হয়। রেজিস্ট্রেশন ফি নির্ধারণ করা হয় প্রতীকী ৫৪ টাকা। অংশগ্রহণকারী শিশুদের প্রায় অর্ধেকই ছিল শেরপুর জেলার গারো পাহাড়ি এলাকার ক্ষুদ্র নৃগোষ্ঠী, বেদে ও হরিজন পল্লীর বাসিন্দা। পাশাপাশি প্রত্যন্ত অঞ্চলের বিভিন্ন মাদ্রাসার শিশুরাও এতে অংশ নেয়।

প্রতিযোগিতায় অংশ নেওয়া প্রতিটি শিশুর জন্য ছিল জার্সি, মেডেল, খাবার ও উপহার। শিশুদের প্রাণবন্ত দৌড় দর্শকদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা সৃষ্টি করে। দৌড় শেষে ক্ষুদ্র নৃগোষ্ঠীর শিল্পীদের পরিবেশনায় মনোজ্ঞ নৃত্য অনুষ্ঠান আয়োজন করা হয়।

শেরপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাসুদ হাসান বাদল বলেন, শিশুদের জন্য এমন আয়োজন অত্যন্ত প্রশংসনীয়। প্রতিবছর এ ধরনের প্রতিযোগিতা হলে শিশুরা খেলাধুলায় আরও উৎসাহিত হবে।

অভিভাবক হাসিমা আক্তার এমিলি বলেন, ব্যতিক্রমী এই ম্যারাথনে অংশ নিয়ে মেডেল ও জার্সি পেয়ে শিশুরা ভীষণ আনন্দিত। এমন উদ্যোগ আরও বাড়ানো প্রয়োজন।

শেরপুর রানার্স কমিউনিটির প্রতিষ্ঠাতা ও রেস ডিরেক্টর মো. আল-আমিন সেলিম জানান, শিশুদের শারীরিক ও মানসিক বিকাশ নিশ্চিত করতে এবং খেলাধুলার প্রতি আগ্রহ বাড়াতেই এ আয়োজন। পিছিয়ে পড়া অঞ্চলের শিশুরা যাতে বাদ না পড়ে, সে লক্ষ্যেই বিনামূল্যে রেজিস্ট্রেশনের ব্যবস্থা করা হয়েছে।

রানবাংলার প্রতিষ্ঠাতা মো. রাজীব হোসেন বলেন, ঢাকার বাইরে শেরপুরে এইমস কিডস রান আয়োজন করে শিশুদের জন্য আরও অন্তর্ভুক্তিমূলক পরিবেশ তৈরি করা হয়েছে। গারো, হাজং, কোচ, বেদে ও হরিজন পল্লীসহ মোট ১৩টি কমিউনিটির শিশুরা এতে অংশ নিয়েছে।

জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান বলেন, এ ধরনের আয়োজন শিশুদের খেলাধুলার প্রতি আগ্রহ বাড়ানোর পাশাপাশি সুস্থ ও সচেতন প্রজন্ম গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

১৭২ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
খেলা নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন