রাজনীতি
বিএনপির চেয়ারপার্সন তারেক রহমানের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠক করেন বিএনপির চেয়ারম্যানের উপদেষ্টা ও সাবেক সংসদ সদস্য হাজী আমিন উর রশীদ ইয়াছিন।
তারেক রহমানের নির্দেশনায় হাজী ইয়াছিন কুমিল্লা দক্ষিণের সমন্বয়ক
ইকবাল হোসেন জোবায়ের, কুমিল্লা
বৃহস্পতিবার , ১৫ জানুয়ারি, ২০২৬ ২:৪৫ অপরাহ্ন
শেয়ার করুন:
বিএনপির চেয়ারপার্সন তারেক রহমানের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠক করেন বিএনপির চেয়ারম্যানের উপদেষ্টা ও সাবেক সংসদ সদস্য হাজী আমিন উর রশীদ ইয়াছিন।
আজ (১৫ জানুয়ারি, বৃহস্পতিবার) বিকেলে বৈঠকটি অনুষ্ঠিত হয়।
বৈঠকে কুমিল্লা মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইউছুফ মোল্লা টিপু, সাংগঠনিক সম্পাদক রাজিউর রহমান রাজিব এবং কুমিল্লার তরুণ নেতা নিজাম উদ্দিন কায়সার উপস্থিত ছিলেন।
বৈঠকে বিএনপি চেয়ারপার্সন তারেক রহমান হাজী ইয়াছিনকে ত্যাগী ও পরীক্ষিত নেতা হিসেবে উল্লেখ করে বলেন, “আপনার নেতৃত্বে কুমিল্লা দক্ষিণ জেলার আসন্ন সংসদ নির্বাচনে ধানের শীষের প্রত্যেক প্রার্থী যেন বিজয়ী হয়, সে বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন।”
এরপর তারেক রহমান হাজী ইয়াছিনকে কুমিল্লা দক্ষিণ জেলার সব সংসদীয় আসনের সমন্বয়ক হিসেবে মনোনীত করেন। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী এই তথ্য নিশ্চিত করেছেন।
৩৮০ বার পড়া হয়েছে
শেয়ার করুন:
মন্তব্য
(0)
আলোচিত খবর
এলাকার খবর
রাজনীতি নিয়ে আরও পড়ুন
বিজ্ঞাপন
