সারাদেশ
মাদারীপুরের শিবচরের কুতুবপুর ইউনিয়নের আব্দুর রহমান বেপারী কান্দি এলাকায় এক গৃহবধূকে গলাকেটে হত্যা করা হয়েছে। পুলিশ হত্যার ঘটনায় স্বামী আবুল মৃধাকে আটক করেছে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
মাদারীপুরে শিবচরে গৃহবধূকে গলা কেটে হত্যা, স্বামী আটক
স্টাফ রিপোর্টার, মাদারীপুর
বৃহস্পতিবার , ১৫ জানুয়ারি, ২০২৬ ৬:৩৯ পূর্বাহ্ন
শেয়ার করুন:
মাদারীপুরের শিবচরের কুতুবপুর ইউনিয়নের আব্দুর রহমান বেপারী কান্দি এলাকায় এক গৃহবধূকে গলাকেটে হত্যা করা হয়েছে। পুলিশ হত্যার ঘটনায় স্বামী আবুল মৃধাকে আটক করেছে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার রাত আনুমানিক ৩টার দিকে আবুল মৃধা ধারালো অস্ত্র দিয়ে তার স্ত্রী রোকেয়া বেগম (৫৫) কে হত্যা করেন। হত্যাকাণ্ডের সময় ঘরে তাদের দুই ছেলে আলী হোসেন ও মোহাম্মদ মিয়া ঘুমিয়ে ছিলেন। আটক স্বামী পুলিশকে ঘটনার কথা স্বীকার করেছেন, তবে কেন এই হত্যাকাণ্ড ঘটিয়েছে তা বলেননি।
শিবচর থানার ওসি মো. রফিকুল ইসলাম জানান, নিহতের গলাকাটা লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। তিনি বলেন, “অতর্কিত এই হত্যাকাণ্ড রহস্যজনক। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে এবং প্রকৃত কারণ উদঘাটনে কাজ চলছে।”
এ ঘটনায় স্থানীয়রা উদ্বিগ্ন এবং এলাকায় শোক ও আতঙ্ক বিরাজ করছে।
১৪৬ বার পড়া হয়েছে
শেয়ার করুন:
মন্তব্য
(0)
আলোচিত খবর
এলাকার খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন
বিজ্ঞাপন
