সারাদেশ
নাশকতার মামলায় গাইবান্ধা জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আসিফ সরকারকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। বুধবার (১৪ জানুয়ারি) রাতে শহরের কলেজপাড়া এলাকার নিজ বাসা থেকে তাকে আটক করা হয়।
নাশকতার মামলায় গাইবান্ধা জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি গ্রেফতার
স্টাফ রিপোর্টার. গাইবান্ধা
বৃহস্পতিবার , ১৫ জানুয়ারি, ২০২৬ ২:১৬ পূর্বাহ্ন
শেয়ার করুন:
নাশকতার মামলায় গাইবান্ধা জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আসিফ সরকারকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। বুধবার (১৪ জানুয়ারি) রাতে শহরের কলেজপাড়া এলাকার নিজ বাসা থেকে তাকে আটক করা হয়।
ডিবি পুলিশ সূত্রে জানা গেছে, রাত আনুমানিক ৯টা ২০ মিনিটে গাইবান্ধা জেলা গোয়েন্দা শাখার একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন ডিবি পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) নজরুল ইসলাম। অভিযানের সময় আসিফ সরকারকে তার বাসা থেকেই গ্রেফতার করা হয়।
পুলিশের দাবি, আসিফ সরকার নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের একটি অঙ্গসংগঠনের সঙ্গে সম্পৃক্ত ছিলেন। তার বিরুদ্ধে নাশকতার মামলাসহ একাধিক অভিযোগ রয়েছে। এসব অভিযোগের ভিত্তিতেই তাকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
ডিবি পুলিশের পক্ষ থেকে আরও জানানো হয়, গ্রেফতারকৃত আসিফ সরকারকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে আইনানুগ প্রক্রিয়া অনুসরণ করে আদালতে সোপর্দ করা হবে।
এ ঘটনায় স্থানীয় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
১৪৮ বার পড়া হয়েছে
শেয়ার করুন:
মন্তব্য
(0)
আলোচিত খবর
এলাকার খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন
বিজ্ঞাপন
