মাদারীপুরে সংঘর্ষে ১৩ বসতঘরে অগ্নিসংযোগ, আহত ৬
বুধবার, ১৪ জানুয়ারি, ২০২৬ ৩:২৯ অপরাহ্ন
শেয়ার করুন:
মাদারীপুরের ডাসার উপজেলায় জমিজমা ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে অন্তত ১৩টি বসতঘরে আগুন লাগার পাশাপাশি লুটপাটের ঘটনা ঘটেছে।
এ ঘটনায় এক জনকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে, আর উভয়পক্ষের অন্তত ৫ জন আহত হয়েছেন।
আজ বুধবার সন্ধ্যায় উপজেলার বালিগ্রাম ইউনিয়নের খাতিয়াল গ্রামে এই ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে আবুল জমাদ্দারের সঙ্গে আব্বাস চৌধুরীর মধ্যে জমিজমা ও আধিপত্য নিয়ে বিরোধ চলছিল। ধাওয়া-পাল্টা ধাওয়া এবং হাতবোমা বিস্ফোরণের পর উত্তেজনা বৃদ্ধি পায়।
ঘটনার সময় আব্বাস চৌধুরীকে একা পেয়ে প্রতিপক্ষের লোকজন কুপিয়ে গুরুতর জখম করে। তাকে প্রথমে মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালে ভর্তি করা হয় এবং পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।
ঘটনার পর আব্বাস চৌধুরীর লোকজন আবুল জমাদ্দ্দারের বসতঘরে হামলা চালিয়ে ১৩টি ঘর ভাঙচুর ও লুটপাটের পর আগুন ধরিয়ে দেয়। এতে অন্তত ১৫ কোটি টাকার ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। বাধা দিতে গেলে উভয়পক্ষের অন্তত ৫ জন আহত হন। খবর পেয়ে পুলিশ, ফায়ার সার্ভিস ও সেনাবাহিনী ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে এবং পরিস্থিতি শান্ত করে।
ক্ষতিগ্রস্ত বেল্লাল জমাদ্দ্দার বলেন, 'আমাদের সব ঘর পুড়ে গেছে। আমাদের প্রায় ১৫ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। আমরা এ হামলার বিচার চাই।'
অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অনুসন্ধান) জাহাঙ্গীর আলম বলেন, 'আবুল ও আব্বাস গ্রুপের মধ্যে আধিপত্য বিস্তার এবং জমিজমা সংক্রান্ত বিরোধ থেকেই আজকের ঘটনা সংঘটিত হয়েছে। দু’পক্ষই ক্ষমতার প্রদর্শনে ইচ্ছুক ছিল। ইতোমধ্যে পরিস্থিতি নিয়ন্ত্রণে এসেছে এবং যারা এ ঘটনা ঘটিয়েছে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।'
৬৩০ বার পড়া হয়েছে
