জামায়াতসহ ১১ দলের নির্বাচনী আসন সমঝোতা সংবাদ সম্মেলন স্থগিত
বুধবার, ১৪ জানুয়ারি, ২০২৬ ৯:৪৩ পূর্বাহ্ন
শেয়ার করুন:
জামায়াতসহ ১১ দলের নির্বাচনী আসন সমঝোতা সংক্রান্ত পূর্বঘোষিত সংবাদ সম্মেলন আজ স্থগিত করা হয়েছে।
বুধবার (১৪ জানুয়ারি) বেলা সোয়া ২টার দিকে জামায়াতের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘আজ বিকেল সাড়ে ৪টায় আন্দোলনরত ১১ দল ঘোষিত সংবাদ সম্মেলন অনিবার্য কারণবশত স্থগিত করা হয়েছে।’
১১ দলের সমন্বয়ক ও জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ‘অনিবার্য কারণে সংবাদ সম্মেলন স্থগিত করা হয়েছে। এখনো কিছু প্রস্তুতি বাকি রয়েছে। পরবর্তী সময়ে সংবাদ সম্মেলনের তারিখ জানানো হবে।’
এর আগে, বেলা সাড়ে ১১টার দিকে জামায়াত সাংবাদিকদের এক আমন্ত্রণপত্র পাঠায়। সেখানে বলা হয়, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে আসন সমঝোতা বিষয়ে চূড়ান্ত ঘোষণা প্রদানের লক্ষ্যে বিকেল সাড়ে ৪টায় রাজধানীর ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশের (আইডিইবি) মুক্তিযোদ্ধা হলে সংবাদ সম্মেলন আয়োজন করা হবে। অনুষ্ঠানে ১১ দলের শীর্ষ নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন।
২২৪ বার পড়া হয়েছে
