ফেনীতে বিজিবি'র উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প ও শীতবস্ত্র বিতরণ
বুধবার, ১৪ জানুয়ারি, ২০২৬ ৯:০০ পূর্বাহ্ন
শেয়ার করুন:
ফেনী ব্যাটেলিয়ন-৪ বিজিবি ছাগলনাইয়ার যশপুর সীমান্ত ক্যাম্পে একটি ফ্রি মেডিকেল ক্যাম্প ও শীতবস্ত্র বিতরণ কর্মসূচির আয়োজন করেছে।
বুধবার (১৪ জানুয়ারি) সকালে ক্যাম্পের উদ্বোধন করেন ফেনীস্থ ৪ বিজিবি'র অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোশারফ হোসেন।
উদ্বোধনী অনুষ্ঠানে লেফটেন্যান্ট কর্নেল মোশারফ হোসেন বলেন, 'আমাদের সামাজিক দায়িত্ববোধ থেকেই আমরা অসহায় মানুষের পাশে দাঁড়াচ্ছি। বয়োবৃদ্ধ ও শিশুদের বিনামূল্যে চিকিৎসা এবং প্রয়োজনীয় ওষুধ সরবরাহের পাশাপাশি শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। ভবিষ্যতেও এই ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।'
বিজিবি সূত্রে জানা গেছে, মেডিকেল ক্যাম্পে প্রায় তিন শতাধিক স্থানীয় মানুষ বিনামূল্যে চিকিৎসা সেবা গ্রহণ করেছেন।
শীতজনিত রোগের পাশাপাশি সাধারণ স্বাস্থ্য সমস্যা নিয়ে আসা রোগীদেরও চিকিৎসা প্রদান করা হয়েছে। এছাড়া কম্বল বিতরণের মাধ্যমে তীব্র শীতে কষ্টে থাকা অসহায় মানুষের পাশে দাঁড়ানো হয়েছে।
এই কর্মসূচিতে ৪ বিজিবির সহকারী পরিচালক মোহাম্মদ নজরুল ইসলাম খাঁনসহ অন্যান্য কর্মকর্তারা এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
১৬৬ বার পড়া হয়েছে
