ইরানে ২৪০০'র বেশি নিহত, মার্কিন হামলার আশঙ্কা
বুধবার, ১৪ জানুয়ারি, ২০২৬ ৬:১১ পূর্বাহ্ন
শেয়ার করুন:
ইরানে চলমান সরকারবিরোধী আন্দোলনে পরিস্থিতি ক্রমেই ভয়াবহ রূপ নিচ্ছে।
মার্কিন যুক্তরাষ্ট্রভিত্তিক মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্টস নিউজ এজেন্সি (এইচআরএএনএ) জানিয়েছে, গত বছরের ডিসেম্বরের শেষ দিক থেকে শুরু হওয়া বিক্ষোভে এখন পর্যন্ত অন্তত ২ হাজার ৪০৩ জন আন্দোলনকারী নিহত হয়েছেন। এদের মধ্যে ১৮ বছরের কম বয়সী অন্তত ১২ জন কিশোরও রয়েছে। একই সময়ে দেশজুড়ে ১৮ হাজার ১৩৭ জনের বেশি মানুষকে গ্রেপ্তার করা হয়েছে।
সিএনএনের প্রতিবেদনে বলা হয়, ইরানে চলমান ইন্টারনেট ব্ল্যাকআউটের কারণে এসব তথ্য স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি। ফলে প্রকৃত হতাহতের সংখ্যা আরও বেশি হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
এইচআরএএনএর সর্বশেষ হিসাব অনুযায়ী, সাম্প্রতিক সপ্তাহগুলোতে নিহতের সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। ২০২৫ সালের ডিসেম্বরে ইরানের জাতীয় মুদ্রা রিয়ালের বড় ধরনের পতনের পর দেশজুড়ে বিক্ষোভ ছড়িয়ে পড়ে। এর আগে মানবাধিকার সংস্থাগুলো জানিয়েছিল, ওই বিক্ষোভে অন্তত ৬৪০ জন নিহত এবং ১০ হাজারের বেশি মানুষ আটক হয়েছেন।
এদিকে বিক্ষোভ দমনে নিরাপত্তা বাহিনীর সহিংসতা বাড়তে থাকায় ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের সামরিক পদক্ষেপের সম্ভাবনার কথাও উঠে এসেছে। গ্লোবাল পলিসি ইনস্টিটিউটের প্রেসিডেন্ট পাওলো ভন শিরাক বলেছেন, বিক্ষোভকারীদের হত্যাকাণ্ড প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘোষিত ‘রেড লাইন’ অতিক্রম করলে ইরানের বিরুদ্ধে সামরিক হামলার সিদ্ধান্ত নিতে পারেন তিনি।
ভন শিরাকের মতে, সম্ভাব্য হামলায় ইরানের সামরিক ঘাঁটি, শিল্প স্থাপনা এবং বিপ্লবী গার্ড বাহিনীর সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন স্থাপনা লক্ষ্যবস্তু হতে পারে। এমনকি তেল অবকাঠামোও ঝুঁকির মধ্যে রয়েছে। তবে সরাসরি স্থল অভিযান চালানোর সম্ভাবনা কম বলে মনে করেন তিনি। তার ভাষায়, বিদেশে মার্কিন সেনা নিহত হলে তা ট্রাম্পের জন্য বড় রাজনৈতিক সংকট তৈরি করতে পারে।
তিনি আরও বলেন, ট্রাম্প অতীতেও একাধিকবার কঠোর হুমকি দিলেও সব সময় তা বাস্তবে রূপ দেননি। ফলে তার চূড়ান্ত সিদ্ধান্ত এখনই নিশ্চিতভাবে বলা কঠিন।
অন্যদিকে, ইরানের শীর্ষ নেতৃত্ব পাল্টা হুঁশিয়ারি দিয়ে জানিয়েছে, যুক্তরাষ্ট্র হামলা চালালে মধ্যপ্রাচ্যে অবস্থানরত সব মার্কিন ঘাঁটি ও যুদ্ধজাহাজকে বৈধ লক্ষ্যবস্তু হিসেবে বিবেচনা করা হবে।
ভন শিরাক সতর্ক করে বলেন, ইরানের সামরিক সক্ষমতা কিছুটা দুর্বল হলেও পরিস্থিতি অত্যন্ত অনিশ্চিত। সীমিত কিংবা বড় পরিসরের-যেকোনো ধরনের মার্কিন সামরিক পদক্ষেপের সম্ভাবনা পুরোপুরি নাকচ করা যাচ্ছে না।
১৯৭ বার পড়া হয়েছে
