সর্বশেষ

জাতীয়১৩ ফেব্রুয়ারি থেকে ‘জনগণের দিন’, তারেক রহমানের নির্বাচনী প্রতিশ্রুতি
নির্বাচনী পোস্টার ছাপানো বন্ধে ছাপাখানাগুলোকে নির্দেশনা ইসির
২০২৫-২৬ অর্থবছরের আয়কর রিটার্ন জমার সময় বাড়ালো
চাঁদাবাজি ও দুর্নীতি রোধে কঠোর পদক্ষেপ নেব : জামায়াত আমির
টাইম ম্যাগাজিনকে সাক্ষাৎকার: কোনো দল নিষিদ্ধের পক্ষে নন তারেক রহমান
১৪ বছর পর ঢাকা-করাচি সরাসরি ফ্লাইট চালু হচ্ছে আজ
স্বর্ণের দামে রেকর্ড, ভরি ২ লাখ ৮৬ হাজার
সারাদেশবেনাপোল বন্দর: এক দিনে ১৫১৩ জন পাসপোর্টধারী পারাপার, ৩৫০ ট্রাক বাণিজ্য
শৈলকুপায় জমি বিরোধে রক্তক্ষয়ী সংঘর্ষ, আহত অন্তত ২০
ফেনীতে মুক্তিপণ না পেয়ে স্কুলছাত্র নাশিত হত্যা: ৩ আসামির মৃত্যুদণ্ড
দীর্ঘ বিরতির পর সোনামসজিদ স্থলবন্দর দিয়ে চাল আমদানি পুনরায় শুরু
গোপালগঞ্জে জেলা ও দায়রা জজের বাসভবনে ককটেল হামলা
২০ বছর পর নওগাঁয় আসছেন তারেক রহমান, ব্যাপক প্রস্তুতি
কুয়াকাটায় ভাঙনরোধে টেকসই বেড়িবাঁধ ও পুনর্বাসনের ঘোষণা বিএনপি প্রার্থীর
চট্টগ্রামের রাউজানে গভীর নলকূপের গর্তে পড়ে শিশুর মৃত্যু
গাইবান্ধায় গণভোট উপলক্ষে ইমাম সম্মেলন অনুষ্ঠিত
শেরপুরে নির্বাচনী ইশতেহার বিতরণ মঞ্চে সংঘর্ষ, জামায়াত নেতা নিহত
আন্তর্জাতিকইরানমুখী আরও মার্কিন নৌবহর, মধ্যপ্রাচ্যে সামরিক উত্তেজনা বাড়ছে
খেলাভারত ছাড়াই ২০২৭ সালে পাকিস্তানে দক্ষিণ এশিয়ান গেমস আয়োজনের সিদ্ধান্ত
সারাদেশ

নওগাঁ-৫ আসনে সিপিবি'র প্রার্থী শফিকুল ইসলাম, দলীয় প্রতীক ‘কাস্তে’

স্টাফ রিপোর্টার, নওগাঁ
স্টাফ রিপোর্টার, নওগাঁ

মঙ্গলবার, ১৩ জানুয়ারি, ২০২৬ ১:০৪ অপরাহ্ন

শেয়ার করুন:
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নওগাঁ-৫ (সদর) আসনে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) থেকে সংসদ সদস্য পদে মনোনয়ন পেয়েছেন শফিকুল ইসলাম। দলীয় প্রতীক ‘কাস্তে’ নিয়ে তিনি নির্বাচনে অংশগ্রহণ করবেন।

শফিকুল ইসলাম বর্তমানে বাংলাদেশের কমিউনিস্ট পার্টির জাতীয় পরিষদের সদস্য এবং নওগাঁ জেলা কমিটির সাধারণ সম্পাদক হিসেবে টানা তৃতীয় মেয়াদে দায়িত্ব পালন করছেন। এর আগে দলীয় সিদ্ধান্ত অনুযায়ী নওগাঁ সদর আসনে তাকেই প্রার্থী হিসেবে চূড়ান্ত করা হয়।

নির্বাচন প্রসঙ্গে প্রতিক্রিয়া জানাতে গিয়ে শফিকুল ইসলাম বলেন, স্বাধীনতার পর দীর্ঘ সময় ধরে আওয়ামী লীগ, বিএনপি ও জাতীয় পার্টিসহ বিভিন্ন রাজনৈতিক দল ক্ষমতায় থেকেছে। দল আলাদা হলেও তাদের রাজনৈতিক চরিত্রে মৌলিক কোনো পার্থক্য নেই। তারা সবাই মার্কিন সাম্রাজ্যবাদের অনুসারী এবং বিভিন্ন সময় ধর্মীয় মৌলবাদী ও স্বাধীনতাবিরোধী শক্তির সঙ্গে আপস করেছে।

তিনি আরও বলেন, মুক্তিযুদ্ধের চেতনার ভিত্তিতে সাম্রাজ্যবাদ ও সাম্প্রদায়িকতা বিরোধী একটি রাজনৈতিক বিকল্প গড়ে তুলতেই বাংলাদেশের কমিউনিস্ট পার্টি এবারের জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিচ্ছে।

সংসদ সদস্যের ভূমিকা প্রসঙ্গে শফিকুল ইসলাম বলেন, 'যে প্রার্থী বলবেন, তাকে ভোট দিলে এলাকায় রাস্তা-ঘাট, ব্রিজ-কালভার্ট বা প্রতিষ্ঠান উন্নয়ন হবে, তার প্রার্থিতা বাতিল হওয়া উচিত। কারণ এসব কাজ স্থানীয় সরকারের। সংসদ সদস্যদের মূল দায়িত্ব হলো আইন প্রণয়ন ও রাষ্ট্র পরিচালনার নীতিনির্ধারণে ভূমিকা রাখা।'

তিনি অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে সংসদ সদস্যরা স্থানীয় সরকারের কাজ নিজের নামে পরিচালনা করে জনপ্রতিনিধিত্বের ধারণাকে বিকৃত করেছেন।

স্বাধীনতার ৫৪ বছর পরও সাধারণ মানুষের জীবনে প্রকৃত পরিবর্তন না আসার কথা উল্লেখ করে সিপিবি প্রার্থী বলেন, 'অর্থনৈতিক মুক্তি ছাড়া স্বাধীনতার সুফল জনগণের ঘরে পৌঁছাবে না।'

শফিকুল ইসলামের রাজনৈতিক জীবনের শুরু স্বৈরাচার এরশাদ বিরোধী আন্দোলনের মধ্য দিয়ে। আশির দশকের মাঝামাঝি সময়ে তিনি ছাত্র ইউনিয়নের রাজনীতির সঙ্গে যুক্ত হন। ১৯৮৭ সালে কমিউনিস্ট পার্টির রাজনীতিতে সম্পৃক্ত হয়ে ১৯৮৯ সালে সিপিবির সদস্যপদ লাভ করেন। আন্দোলন-সংগ্রামে অংশ নিতে গিয়ে তিনি কারাবরণ ও নির্মম পুলিশি নির্যাতনের শিকার হন।

ছাত্র ইউনিয়নের বিভিন্ন স্তরে দায়িত্ব পালনের পাশাপাশি তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয় কমিটির সহ-সভাপতি ও ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব পালন করেন। পরবর্তীতে যুব ইউনিয়ন, ক্ষেতমজুর সমিতি এবং কৃষক সমিতির সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত থাকেন। বর্তমানে তিনি বাংলাদেশ কৃষক সমিতির নওগাঁ জেলা কমিটির সাধারণ সম্পাদক।

শফিকুল ইসলাম নওগাঁ কেডি সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের দ্বিতীয় ব্যাচের শিক্ষার্থী। সাংবাদিকতা পেশায় তিনি একুশে টেলিভিশন, বৈশাখী টিভি ও মাছরাঙা টিভির নওগাঁ প্রতিনিধি হিসেবে দীর্ঘদিন কাজ করেছেন। এছাড়া নওগাঁ জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক হিসেবে তিনবার নির্বাচিত হয়েছেন।

২০১৬ সাল থেকে তিনি সার্বক্ষণিক পার্টি কর্মী হিসেবে রাজনৈতিক তৎপরতায় নিয়োজিত আছেন। একই বছর প্রথমবার নওগাঁ জেলা কমিটির সাধারণ সম্পাদক নির্বাচিত হয়ে বর্তমানে তৃতীয় মেয়াদে দায়িত্ব পালন করছেন।

১৭৪ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন