সারাদেশ
রাঙামাটির কাপ্তাই উপজেলায় মাফলার পেঁচিয়ে এক যুবকের আত্মহত্যার ঘটনা ঘটেছে। সোমবার (১১ জানুয়ারি) বিকেল আনুমানিক ৪টার দিকে উপজেলার মিতিঙ্গাছড়ি এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে।
রাঙামাটির কাপ্তাইয়ে মাফলার পেঁচিয়ে যুবকের আত্মহত্যা
রাঙামাটি প্রতিনিধি
সোমবার, ১২ জানুয়ারি, ২০২৬ ৪:১৬ অপরাহ্ন
শেয়ার করুন:
রাঙামাটির কাপ্তাই উপজেলায় মাফলার পেঁচিয়ে এক যুবকের আত্মহত্যার ঘটনা ঘটেছে। সোমবার (১১ জানুয়ারি) বিকেল আনুমানিক ৪টার দিকে উপজেলার মিতিঙ্গাছড়ি এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে।
নিহত যুবক মো. জালাল মিয়া (২৮) চন্দ্রঘোনা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের বাসিন্দা এবং মৃত সৈয়দ মিয়ার পুত্র।
স্থানীয় ইউপি সদস্য আবুল হাসেম জানান, জালাল মিয়া নিজ ঘরের সিলিংয়ের সঙ্গে নিজের ব্যবহৃত মাফলার পেঁচিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। তবে কী কারণে তিনি এমন চরম সিদ্ধান্ত নিয়েছেন, তা তাৎক্ষণিকভাবে কেউ জানাতে পারেননি।
কাপ্তাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মাহামুদুল হাসান রুবেল ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, প্রাথমিকভাবে পারিবারিক কলহের জেরে আত্মহত্যার ঘটনা ঘটতে পারে বলে ধারণা করা হচ্ছে। নিহতের মরদেহ বর্তমানে পুলিশ হেফাজতে রয়েছে। ময়নাতদন্ত শেষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে তিনি জানান।
২২৪ বার পড়া হয়েছে
শেয়ার করুন:
মন্তব্য
(0)
আলোচিত খবর
এলাকার খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন
বিজ্ঞাপন
