কুড়িগ্রাম খাদ্যগুদামে ধান-চালের বড় ঘাটতি, দুদকের অভিযান
রবিবার, ১১ জানুয়ারি, ২০২৬ ২:৩৭ অপরাহ্ন
শেয়ার করুন:
কুড়িগ্রাম জেলা খাদ্যগুদামে ধান ও চালের মজুদে বড় ধরনের অনিয়মের অভিযোগ উঠেছে। দুর্নীতি দমন কমিশনের (দুদক) অভিযানে ৫২১ মেট্রিক টন ধান ও ৩৫ মেট্রিক টন চালের ঘাটতি পাওয়া গেছে।
রোববার দিনব্যাপী জেলা শহরের নতুন রেলস্টেশন এলাকার জেলা খাদ্যগুদামের ৮টি গোডাউন পরিদর্শন করে এ তথ্য পায় দুদক। অভিযানে দেখা যায়, সরকারি হিসাব অনুযায়ী গুদামে থাকা ধান ও চালের উল্লেখযোগ্য অংশ বাস্তবে মজুদ নেই।
দুদক সূত্র জানায়, কৃষকদের কাছ থেকে সংগ্রহের পরিবর্তে ব্যবসায়ীদের কাছ থেকে নিম্নমানের চাল কেনা, নতুন বস্তার বদলে পুরোনো বস্তা ব্যবহার এবং ধান-চাল অন্যত্র বিক্রি করে অর্থ আত্মসাতের অভিযোগের ভিত্তিতে দুদকের প্রধান কার্যালয়ের নির্দেশে এ অভিযান পরিচালনা করা হয়।
জেলা দুদকের সহকারী পরিচালক মো. সাবদারুর ইসলাম জানান, যেসব গোডাউনে ঘাটতি পাওয়া গেছে সেগুলো সিলগালা করা হয়েছে। ঘাটতির বিষয়ে খাদ্যগুদামের কর্মকর্তারা সন্তোষজনক ব্যাখ্যা দিতে না পারায় পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়া হবে। এছাড়া গুদামে খাবার অনুপযোগী চালও পাওয়া গেছে বলে জানান তিনি।
এ বিষয়ে জেলা খাদ্য নিয়ন্ত্রক (ভারপ্রাপ্ত) কাজী হামিদুল হকের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার বক্তব্য পাওয়া যায়নি।
১৫৭ বার পড়া হয়েছে
