কুড়িগ্রামে সংসদ নির্বাচনের শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিতে প্রশাসনের প্রস্তুতি
রবিবার, ১১ জানুয়ারি, ২০২৬ ১০:১০ পূর্বাহ্ন
শেয়ার করুন:
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগেই কুড়িগ্রামে জেলা আইনশৃঙ্খলা কমিটির একটি গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়েছে।
জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথ। এতে পুলিশ সুপার খন্দকার ফজলে রাব্বি, বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মাহবুব উল হক, সেনাবাহিনীর ক্যাম্প কমান্ডার মেজর মো. ইনজামামুল আলম ইনজাম, জেলা বিএনপি ও জামায়াতের নেতৃবৃন্দ এবং সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
সভায় জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথ জানান, কুড়িগ্রাম জেলার চারটি সংসদীয় আসনে মোট ৭০৬টি ভোটকেন্দ্র রয়েছে। এর মধ্যে ৩৫১টি কেন্দ্রকে বিশেষ গুরুত্বসম্পন্ন (ঝুঁকিপূর্ণ) হিসেবে চিহ্নিত করা হয়েছে। চরাঞ্চলের ১৪টি কেন্দ্রে বিদ্যুৎ সংযোগ না থাকলেও জেনারেটরের মাধ্যমে সরবরাহ নিশ্চিত করা হবে এবং ইন্টারনেট সংযোগের গতি বাড়াতে সংশ্লিষ্ট দপ্তরকে নির্দেশনা দেওয়া হয়েছে।
পুলিশ সুপার খন্দকার ফজলে রাব্বি বলেন, নির্বাচন সুষ্ঠু ও গ্রহণযোগ্য করতে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক এবং সাধারণ জনগণের সহযোগিতা প্রয়োজন। বিজিবির লেফটেন্যান্ট কর্নেল মাহবুব উল হক জানান, ফুলবাড়ী, নাগেশ্বরী, কুড়িগ্রাম সদর ও উলিপুরসহ পাঁচ উপজেলায় মোট ৪৯০ জন বিজিবি সদস্য দায়িত্ব পালন করবেন। এছাড়া সেনাবাহিনী থেকে ৬৫০ জন সদস্য সহায়তায় মাঠে থাকবে, নাশকতাকারীদের তালিকাও হাতে রয়েছে।
জেলা বিএনপির আহ্বায়ক মোস্তাফিজার রহমান বলেন, কুড়িগ্রামে সকল দলের মধ্যে ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক বজায় রয়েছে এবং তা অব্যাহত থাকবে। যুগ্ম আহ্বায়ক অধ্যাপক শফিকুল ইসলাম বেবু ও সাংবাদিক সাইয়েদ বাবুও শান্তিপূর্ণ, উৎসবমুখর এবং দায়িত্বশীল নির্বাচন আয়োজনের গুরুত্বের ওপর জোর দেন।
১৬৯ বার পড়া হয়েছে
