নওগাঁয় শিক্ষক নিয়োগ পরীক্ষা বাতিলের দাবিতে মানববন্ধন
রবিবার, ১১ জানুয়ারি, ২০২৬ ১০:০৩ পূর্বাহ্ন
শেয়ার করুন:
নওগাঁয়ে প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁস ও অন্যান্য অনিয়মের অভিযোগ তুলে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৯ জানুয়ারি) সারাদেশে অনুষ্ঠিত পরীক্ষার অনিয়মের প্রতিবাদে রোববার (১১ জানুয়ারি) দুপুরে শহরের মুক্তির মোড় শহীদ মিনারের সামনে পরীক্ষার্থীরা প্রতিবাদ সভা করেন।
মানববন্ধনে প্রধান বক্তব্য রাখেন তুষার আহমেদ। এসময় আফরোজা খাতুন, দোলেনা খানম ও শম্পা রানীসহ আরও অনেকে বক্তব্য দেন। তারা বলেন, 'গত পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসসহ অসদুপায় অবলম্বনের কারণে প্রকৃত যোগ্য পরীক্ষার্থীরা বঞ্চিত হয়েছেন। নিয়োগ পরীক্ষায় সমতা ও স্বচ্ছতা আমাদের সাংবিধানিক অধিকার, যা এ পরীক্ষায় লঙ্ঘন হয়েছে।'
পরীক্ষা বাতিলসহ দাবিকৃত পাঁচটি পয়েন্টের মধ্যে রয়েছে: পরীক্ষা বাতিল করে দ্রুত পুনরায় নেওয়া, সকল নিয়োগ পরীক্ষা ঢাকায় নেওয়া এবং প্রতিটি কেন্দ্রে ডিভাইস চেকার ও নেটওয়ার্ক জ্যামার রাখা, স্বতন্ত্র কমিটি গঠন করে পরীক্ষা নেওয়া, যেসব প্রতিষ্ঠান অতীতে প্রশ্ন ফাঁস করেছে তাদেরকে প্রশ্ন প্রণয়নের দায়িত্ব না দেওয়া, এবং প্রশ্ন ফাঁসের সঙ্গে যুক্ত সবাইকে সর্বোচ্চ শাস্তি দেওয়া।
এর আগে, চাকরি প্রত্যাশীরা শহরের দয়ালের মোড় থেকে মুক্তির মোড় পর্যন্ত বিক্ষোভ মিছিলও করেন। উল্লেখযোগ্য, পরীক্ষার দিন নওগাঁয় প্রশ্নফাঁস চক্রের দুই সদস্যসহ মোট ১৮ জনকে আটক করা হয়।
১৭৩ বার পড়া হয়েছে
