সর্বশেষ

জাতীয়১৩ ফেব্রুয়ারি থেকে ‘জনগণের দিন’, তারেক রহমানের নির্বাচনী প্রতিশ্রুতি
নির্বাচনী পোস্টার ছাপানো বন্ধে ছাপাখানাগুলোকে নির্দেশনা ইসির
২০২৫-২৬ অর্থবছরের আয়কর রিটার্ন জমার সময় বাড়ালো
চাঁদাবাজি ও দুর্নীতি রোধে কঠোর পদক্ষেপ নেব : জামায়াত আমির
টাইম ম্যাগাজিনকে সাক্ষাৎকার: কোনো দল নিষিদ্ধের পক্ষে নন তারেক রহমান
১৪ বছর পর ঢাকা-করাচি সরাসরি ফ্লাইট চালু হচ্ছে আজ
স্বর্ণের দামে রেকর্ড, ভরি ২ লাখ ৮৬ হাজার
সারাদেশবেনাপোল বন্দর: এক দিনে ১৫১৩ জন পাসপোর্টধারী পারাপার, ৩৫০ ট্রাক বাণিজ্য
শৈলকুপায় জমি বিরোধে রক্তক্ষয়ী সংঘর্ষ, আহত অন্তত ২০
ফেনীতে মুক্তিপণ না পেয়ে স্কুলছাত্র নাশিত হত্যা: ৩ আসামির মৃত্যুদণ্ড
দীর্ঘ বিরতির পর সোনামসজিদ স্থলবন্দর দিয়ে চাল আমদানি পুনরায় শুরু
গোপালগঞ্জে জেলা ও দায়রা জজের বাসভবনে ককটেল হামলা
২০ বছর পর নওগাঁয় আসছেন তারেক রহমান, ব্যাপক প্রস্তুতি
কুয়াকাটায় ভাঙনরোধে টেকসই বেড়িবাঁধ ও পুনর্বাসনের ঘোষণা বিএনপি প্রার্থীর
চট্টগ্রামের রাউজানে গভীর নলকূপের গর্তে পড়ে শিশুর মৃত্যু
গাইবান্ধায় গণভোট উপলক্ষে ইমাম সম্মেলন অনুষ্ঠিত
শেরপুরে নির্বাচনী ইশতেহার বিতরণ মঞ্চে সংঘর্ষ, জামায়াত নেতা নিহত
আন্তর্জাতিকইরানমুখী আরও মার্কিন নৌবহর, মধ্যপ্রাচ্যে সামরিক উত্তেজনা বাড়ছে
খেলাভারত ছাড়াই ২০২৭ সালে পাকিস্তানে দক্ষিণ এশিয়ান গেমস আয়োজনের সিদ্ধান্ত
সারাদেশ

কুষ্টিয়ায় শিক্ষা সচিবের নারী ক্রিকেট ও মানবসম্পদ উন্নয়ন কার্যক্রম পরিদর্শন

হাবীব চৌহান, কুষ্টিয়া
হাবীব চৌহান, কুষ্টিয়া

শনিবার, ১০ জানুয়ারি, ২০২৬ ৪:৩৯ অপরাহ্ন

শেয়ার করুন:
কুষ্টিয়ার কুমারখালীতে স্বেচ্ছাসেবী সংস্থা ড. নাসের ফাউন্ডেশনের দুইদিনের নারী ক্রিকেট টুর্নামেন্ট ও মানবসম্পদ উন্নয়ন কার্যক্রম সহ দর্শনীয় স্থান পরিদর্শন করেছেন শিক্ষা মন্ত্রণালয়ের সচিব রেহানা পারভীন। 

গত শুক্রবার তিনি ড. নাসের ফাউন্ডেশনের আয়োজনে দুইদিনের আন্তঃস্কুল নারী ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা উপভোগ ও প্রধান অতিথি হিসেবে পুরষ্কার বিতরণ করেন।
এর আগে তিনি গ্রামীণ সাংবাদিকতার পথিকৃৎ সাংবাদিক কাঙাল হরিনাথ মজুমদার স্মৃতি জাদুঘর ও বাউল সম্রাট ফকির লালন শাহ্ এর আখড়া বাড়ি পরিদর্শন করেন এবং শনিবার বিকালে তিনি, অমর কথাশিল্পী মীর মশাররফ হোসেন স্মৃতি জাদুঘর পরিদর্শন শেষে কুমারখালী ত্যাগ করেন।

তাঁর সঙ্গে ছিলেন, অবসরপ্রাপ্ত জ্যেষ্ঠ জেলা ও দায়রা জজ ফউজুল আজিম, কানাডার ইউনিভার্সিটি অফ ওয়াটারলুর ভিজিটিং রিসার্চ স্কলার ড. এ কে এম গোলাম হোসেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণসংযোগ ও সাংবাদিকতা বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. আব্দুর রজ্জাক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরেক সহযোগী অধ্যাপক হারুন অর রশিদ প্রমূখ।

শিক্ষা সচিব রেহানা পারভীন শুক্রবার বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি বিজড়িত শিলাইদহে জেলা পরিষদের বিশ্রামাগার গীতাঞ্জলিতে রাত্রিযাপন করেন। 

শনিবার দুপুরে শিলাইদহে কুঠিবাড়ির বকুলতলার রৌদ্রজ্জ্বল স্থানে ব্যাটারিচালিত হুইল চেয়ারে জেলার বিভিন্ন এলাকার অন্তত ১৭ জন স্পাইনাল কর্ড ইনজুরিতে আক্রান্ত ব্যক্তিকে পিকনিকের আমন্ত্রণ জানান ড. নাসের ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ড. মো. আবু নাসের। তাঁদের কারো এক পা, কারো দুই পা, আবার কারো পা থাকলেও নেই হাটাচলার শক্তি। তবুও চোখেমুখে হাসি আর সাহসিকতার প্রতিচ্ছবি। 

স্বাভাবিক চলাফেরা করতে না পারা এই মানুষদের নিয়েই ড. নাসের ফাউন্ডেশনের স্বাবলম্বী হওয়ার স্বপ্নের পরিকল্পনা তৈরির গল্প।

এ আয়োজনে সভাপতিত্ব করেন,  ড. নাসের ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও বেকার্সফিল্ড ক্যালিফোর্নিয়া স্টেট ইউনিভার্সিটির কমিউনিকেশনস বিভাগের চেয়ারপার্সন ড. মো. আবু নাসের।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শিক্ষা মন্ত্রণালয়ের সচিব রেহেনা পারভীন। 

আলোচনা করেন, অবসরপ্রাপ্ত জ্যেষ্ঠ জেলা ও দায়রা জজ ফউজুল আজিম, কানাডার ইউনিভার্সিটি অফ ওয়াটারলুর ভিজিটিং রিসার্চ স্কলার ড. এ কে এম গোলাম হোসেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণসংযোগ ও সাংবাদিকতা বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. আব্দুর রজ্জাক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরেক সহযোগী অধ্যাপক হারুন অর রশিদ প্রমূখ। 

ড. আবু নাসের জানান, ক্রীড়া,  শিক্ষা,  স্বাস্থ্য ও মানবসম্পদের উন্নয়নের লক্ষ্যে ব্যক্তিগত খরচ ও উদ্যোগে কাজ করছে তাঁর সংগঠন। সামনে আরো অনেক ভালো কাজের পরিকল্পনা তাঁর রয়েছে। এসময় এক বছর সময়ের মধ্যেই স্পাইনাল কর্ড ইনজুরিতে আক্রান্ত ব্যক্তিদের নিয়ে নতুন কিছু করার ঘোষণা দেন ড. মো. আবু নাসের।  

গান, হাসি, আড্ডা আর শারীরিক প্রতিবন্ধীদের স্বাবলম্বী করতে সম্ভাবণার গল্প শেষে দুপুর আড়াইটার দিকে কুঠিবাড়ির প্রধান ফটকের পাশে অবস্থিত জেলা পরিষদের বিশ্রামাগার ' গীতাঞ্জলী'র সামনে  মধ্যাহ্ন ভোজের আয়োজন করা হয়। ব্যতিক্রমী এমন আয়োজনে খুশি উপস্থিত সকলেই। 

এ সময় উপজেলার যদুবয়রা ইউনিয়নের জোতমোড়া গ্রাম থেকে আগত রাজু আহমেদ জানান, তিনি বালুটানা গাড়িতে শ্রমিকের কাজ করতেন। ২০০২ সালে গাড়ি উল্টে গেলে নিচে চাপা পড়েছিলেন তিনি। তখন থেকেই আর হাটাচলা করতে পারেন না। এ অবস্থায় তাকে ফেলে একমাত্র কণ্যা সন্তান নিয়ে চলে গেছেন স্ত্রী। এখন অসুস্থ মাকে নিয়ে অন্যের কাছে হাত পেতে চলছে তাঁর মানবেতর জীবনযাপন।

এতো বড় পর্যায়ের লোকজন এভাবে কোনোদিন প্রতিবন্ধীদের ডেকে সম্মানিত করেনি। এখানে গান, গল্প, আড্ডায় আসতে পেরে খুব খুশি চাপড়া ইউনিয়নের উত্তর মিরপুর গ্রামের শামিম আহমেদ। তিনি বলেন, একটি দুর্ঘটনায় পা হারিয়ে এখন অস্বাভাবিক জীবন কাটাচ্ছি পরিবার ও সমাজের বোঝা হয়ে। তাঁর ভাষ্য, প্রতিবন্ধীরা সবাই মিলে একটা কিছু করে স্বাবলম্বী হওয়ার পরিকল্পনার জন্য ড. নাসের ফাউন্ডেশন তাঁদের একত্রে করেছিলেন।

শহিদুল ইসলাম নামের আরেকজন জানান, এভাবে কেউ তাঁদের স্বাবলম্বী হওয়ার স্বপ্ন দেখায়নি। নাসের ফাউন্ডেশনের দেওয়া স্বপ্ন বাস্তবায়ন হলে তাঁরা স্বাবলম্বী হয়ে পরিবার ও দেশের কল্যাণে কাজ করতে পারবেন।

সংগঠনটির ব্যতিক্রমী এ সব আয়োজনকে সাধুবাদ জানিয়েছেন শিক্ষা মন্ত্রণালয়ের সচিব রেহানা পারভীন। তিনি জানান, দেশ ও জাতির কল্যাণে সরকারের পাশাপাশি স্বেচ্ছাসেবী সংগঠন গুলোতে আরো উদ্যোমী হয়ে এগিয়ে আসতে হবে।

২৫৫ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন