মোসাব্বির হত্যার প্রতিবাদে গোপালগঞ্জে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ ও সমাবেশ
শনিবার, ১০ জানুয়ারি, ২০২৬ ৯:৪১ পূর্বাহ্ন
শেয়ার করুন:
ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক আজিজুর রহমান মোসাব্বিরকে গুলি করে হত্যার ঘটনার প্রতিবাদে এবং জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে গোপালগঞ্জে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে জেলা স্বেচ্ছাসেবক দল।
শনিবার (১০ জানুয়ারি) দুপুরে গোপালগঞ্জ নতুন বাজার এলাকায় জেলা বিএনপির কার্যালয়ের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে এসে শেষ হয়।
মিছিল শেষে সেখানে অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে সভাপতিত্ব করেন জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সাজ্জাদ হোসেন হিরা। সমাবেশে বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্য আজিজুর রহমান বেনো, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ফজলুল করিম দারা, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মাহমুদ হাসান, যুগ্ম আহ্বায়ক সুজন সিকদার, মো. জোবায়ের শেখ, কায়েস আহম্মেদ, মো. হাসিবুর রহমান, পৌর বিএনপির সহসভাপতি রনি শেখ, জেলা শ্রমিক দলের সদস্য সচিব মো. আব্দুল্লাহ, সদর উপজেলা শ্রমিক দলের সদস্য সচিব রিপন মোল্যা এবং স্বেচ্ছাসেবক দল নেতা মো. কাবিল মোল্যা।
বক্তারা বলেন, আজিজুর রহমান মোসাব্বিরের হত্যাকাণ্ড একটি নৃশংস ও পরিকল্পিত অপরাধ। অবিলম্বে হত্যাকারীদের শনাক্ত করে গ্রেপ্তার এবং তাদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত না হলে আন্দোলন আরও জোরদার করা হবে বলে হুঁশিয়ারি দেন তারা।
১৫৬ বার পড়া হয়েছে
