চাঁপাইনবাবগঞ্জে মাদক ও কিশোর গ্যাং প্রতিরোধে ক্রিকেট টুর্নামেন্ট
শুক্রবার, ৯ জানুয়ারি, ২০২৬ ৫:৪৫ অপরাহ্ন
শেয়ার করুন:
চাঁপাইনবাবগঞ্জে মাদক ও কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে সামাজিক সচেতনতা তৈরির লক্ষ্যে অনুষ্ঠিত হয়েছে মাদকবিরোধী স্টার নাইট মিনি ক্রিকেট টুর্নামেন্ট–২০২৬।
শুক্রবার (৯ জানুয়ারি) রাতে সদর উপজেলার শাহীবাগ চৌধুরীপাড়া ক্রিকেট একাডেমি মাঠে এ টুর্নামেন্ট আয়োজন করা হয়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি), জেলা কার্যালয়, চাঁপাইনবাবগঞ্জ এবং শাহীবাগ চৌধুরীপাড়া ক্রিকেট একাডেমির যৌথ উদ্যোগে আয়োজিত এই টুর্নামেন্টে মাদকবিরোধী শক্তিশালী বার্তা তুলে ধরা হয়। “মাদককে না বলুন, সুস্থ সুন্দর জীবন গড়ুন” এবং “মাদক ব্যবসায়ী যেখানে, প্রতিরোধ হবে সেখানে”—এই স্লোগানকে সামনে রেখে অনুষ্ঠানটি পরিচালিত হয়।
টুর্নামেন্টে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, চাঁপাইনবাবগঞ্জের উপপরিচালক চৌধুরী ইমরুল হাসান। তিনি বলেন, মাদক শুধু একজন ব্যক্তিকে নয়, ধীরে ধীরে পুরো পরিবার, সমাজ ও রাষ্ট্রকে ধ্বংসের পথে ঠেলে দেয়। তরুণদের খেলাধুলা ও সুস্থ বিনোদনের সঙ্গে সম্পৃক্ত রাখতে পারলেই তাদের মাদকের ভয়াবহতা থেকে দূরে রাখা সম্ভব।
তিনি আরও বলেন, মাদক দমনে শুধু আইন প্রয়োগ যথেষ্ট নয়, এর পাশাপাশি সামাজিক সচেতনতা গড়ে তোলাও অত্যন্ত জরুরি।
অনুষ্ঠানের শুরুতে মাদকবিরোধী শপথ পাঠ ও ‘মাদককে না বলুন’ স্লোগানের মাধ্যমে টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। রাতের আলোঝলমলে ম্যাচগুলো ঘিরে দর্শকদের মধ্যে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা যায়।
এডভোকেট আব্দুল খালিদের সভাপতিত্বে অনুষ্ঠিত এ আয়োজনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, চাঁপাইনবাবগঞ্জের পরিদর্শক মো. রফিকুল ইসলামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও ক্রীড়াপ্রেমীরা। তারা মাদকের বিরুদ্ধে এমন সচেতনতামূলক ক্রীড়া আয়োজন নিয়মিতভাবে চালু রাখার দাবি জানান।
২৩৩ বার পড়া হয়েছে
