চাঁপাইনবাবগঞ্জে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া
শুক্রবার, ৯ জানুয়ারি, ২০২৬ ৫:২০ অপরাহ্ন
শেয়ার করুন:
বিএনপি চেয়ারপার্সন ও সাবেক তিনবারের প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় মহিলাদের অংশগ্রহণে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বিকেলে কানসাট ইউনিয়ন স্বেচ্ছাসেবকদলের উদ্যোগে কানসাট বহলাবাড়ি কেন্দ্রীয় ঈদগাহ প্রাঙ্গণে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা অধ্যাপক মো. শাহজাহান মিঞা। তিনি বলেন, বেগম খালেদা জিয়া ছিলেন বাংলাদেশের মানুষের একজন বিশ্বস্ত কাণ্ডারি। তার মৃত্যুতে যে শূন্যতা সৃষ্টি হয়েছে, তা কখনোই পূরণ হবার নয়। তাকে হারিয়ে পুরো জাতি গভীর শোকে আচ্ছন্ন।
তিনি আরও বলেন, এই শোককে শক্তিতে পরিণত করে দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার সংগ্রামে সবাইকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসতে হবে। এই লক্ষ্য পূরণ করতে পারলেই আমরা খালেদা জিয়ার প্রকৃত সৈনিক হিসেবে নিজেদের যোগ্যতা প্রমাণ করতে পারব।
দোয়া মাহফিলে আরও উপস্থিত ছিলেন শিবগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আশরাফুল আলম রশিদ, কানসাট ইউনিয়ন বিএনপির সভাপতি মাসুদ রানা টমাস, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সফিকুল হক, শিবগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক এরশাদ বিশ্বাস, স্বেচ্ছাসেবকদল নেতা নাইমুল হকসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
অনুষ্ঠান শেষে মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
২০০ বার পড়া হয়েছে
