এইউবি বাংলা বিভাগের উদ্যোগে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ
শুক্রবার, ৯ জানুয়ারি, ২০২৬ ৬:০৯ পূর্বাহ্ন
শেয়ার করুন:
মানবিকতা ও সামাজিক দায়বদ্ধতার অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে এশিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ (এইউবি)-এর বাংলা বিভাগ। শীতের তীব্রতা থেকে অসহায় মানুষকে কিছুটা স্বস্তি দিতে বিভাগের উদ্যোগে শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ কর্মসূচি আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মসূচির উদ্বোধন করেন এইউবি’র ভারপ্রাপ্ত ট্রেজারার অধ্যাপক ড. সাঈদা আখতার বেগম। তিনি বলেন, শিক্ষাপ্রতিষ্ঠান শুধু জ্ঞানচর্চার কেন্দ্র নয়, বরং মানবিক মূল্যবোধ ও সামাজিক দায়িত্ব পালনের অন্যতম ক্ষেত্র। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলা বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. রিটা আশরাফ। বিশেষ অতিথি ছিলেন বাংলা বিভাগের শিক্ষক তাজুল ইসলাম ত্বহা ও সিনথিয়া জাহান বিথুন।
শীতবস্ত্র বিতরণ কার্যক্রমে বিশ্ববিদ্যালয়ে কর্মরত বিভিন্ন শ্রেণির কর্মচারীসহ এইউবি সংলগ্ন আশুলিয়া এলাকার দরিদ্র ও শীতার্ত মানুষের হাতে শীতবস্ত্র তুলে দেওয়া হয়। শীতবস্ত্র পেয়ে উপকৃতরা আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
আয়োজকরা জানান, মানবিকতা ও সামাজিক দায়বদ্ধতা থেকে এ ধরনের উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে, যেন সমাজের অবহেলিত ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো যায়।
৩৭১ বার পড়া হয়েছে
