জয়পুরহাটে বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে এতিম শিশুদের মাঝে কম্বল বিতরণ
বৃহস্পতিবার , ৮ জানুয়ারি, ২০২৬ ৯:৩২ পূর্বাহ্ন
শেয়ার করুন:
ঘন কুয়াশা আর হিমেল বাতাসে বিপর্যস্ত শীতের এই সময়ে জয়পুরহাটে এতিম ও দুস্থ শিশুদের পাশে দাঁড়িয়েছে বসুন্ধরা শুভসংঘ।
সংগঠনটির জয়পুরহাট জেলা শাখার উদ্যোগে শহরের সবুজনগর এলাকায় অবস্থিত আলহেরা নূরানী হাফেজিয়া এতিমখানার ৫০ জন এতিম ও অসহায় শিশুর মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (সকাল ১০টায়) এতিমখানা প্রাঙ্গণে আয়োজিত এই অনুষ্ঠানে শিশুদের হাতে হাতে কম্বল তুলে দেন বসুন্ধরা শুভসংঘের সদস্যরা। প্রচণ্ড শীতের মধ্যে এই সহায়তা পেয়ে আনন্দে মুখর হয়ে ওঠে এতিমখানার শিশুরা।
এতিম শিশু দুখু মিয়া জানায়, কয়েকদিন ধরে সূর্যের দেখা নেই, ঠান্ডায় হাত-পা অবশ হয়ে আসছিল। রাতে ঘুমানোও কষ্টকর হয়ে উঠেছিল। কম্বল পেয়ে এখন থেকে আরাম করে ঘুমাতে পারবে বলে জানায় সে। আরেক এতিম শিশু রায়হান বলে, 'আমরা অসহায়। মানুষের সাহায্যেই আমাদের বেঁচে থাকা। এমন সময়ে বসুন্ধরা শুভসংঘ আমাদের পাশে দাঁড়ানোয় আমরা খুব খুশি।'
এতিমখানার লিল্লাহ কাশিয়ার আপন সরদার বলেন, শীতের কারণে এতিম শিশুরা চরম কষ্টে ছিল। অনেক জায়গায় সহায়তার আবেদন করেও আশানুরূপ সাড়া পাওয়া যায়নি। বসুন্ধরা শুভসংঘের এই মানবিক উদ্যোগ শিশুদের কষ্ট অনেকটাই লাঘব করবে। তিনি আয়োজকদের জন্য দোয়া কামনা করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বসুন্ধরা শুভসংঘ জয়পুরহাট জেলা শাখার উপদেষ্টা ও কালের কণ্ঠের জেলা প্রতিনিধি আলমগীর চৌধুরী বলেন, শীতের কষ্ট বিবেচনা করেই সমাজের সহযোগিতায় এতিম ও দুস্থ শিশুদের জন্য এই কম্বল বিতরণ করা হয়েছে। তিনি বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান, তাঁর পরিবার এবং শুভসংঘের সঙ্গে যুক্ত সকলের জন্য দোয়া কামনা করেন।
জেলা শাখার সভাপতি ছহরাফ ইসলাম ইমন বলেন, অসহায় ও হতদরিদ্র মানুষের পাশে দাঁড়ানোই বসুন্ধরা শুভসংঘের লক্ষ্য। এরই ধারাবাহিকতায় এই ক্ষুদ্র প্রয়াস। ভবিষ্যতেও মানবিক কাজে সংগঠনটি সক্রিয় থাকবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
সাধারণ সম্পাদক ফজলে রাব্বী বলেন, মানুষের কল্যাণে কাজ করার আনন্দই আমাদের এগিয়ে চলার প্রেরণা। কম্বল পেয়ে শিশুদের মুখে যে হাসি দেখেছি, সেটাই আমাদের সবচেয়ে বড় প্রাপ্তি।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা শাখার উপদেষ্টা খ. ম. আব্দুর রহমান রনি, উপদেষ্টা ও বাংলাদেশ প্রতিদিনের জেলা প্রতিনিধি শামিম কাদির, যুগ্ম সাধারণ সম্পাদক মোজাহিদ ইসলাম, কর্ম ও পরিকল্পনা সম্পাদক হাবিবুল ইসলাম, ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা সম্পাদক সজল হোসেন, সদস্য ফয়সাল হোসেনসহ এতিমখানার মুহতামিম মো. নুর আলম ও মিজানুর রহমান প্রমুখ।
২৫৯ বার পড়া হয়েছে
