সারাদেশ
ঝিনাইদহ কেন্দ্রীয় বাস টার্মিনালে অবৈধভাবে গড়ে উঠা দোকান ও টিনশেড ঘেরা স্থাপনা উচ্ছেদ করেছে ভ্রাম্যমাণ আদালত।
ঝিনাইদহে অবৈধ স্থাপনা উচ্ছেদ, সরানো হয়েছে ২০টির বেশি দোকান
এইচ এম ইমরান, ঝিনাইদহ
বুধবার, ৭ জানুয়ারি, ২০২৬ ১০:৩১ পূর্বাহ্ন
শেয়ার করুন:
ঝিনাইদহ কেন্দ্রীয় বাস টার্মিনালে অবৈধভাবে গড়ে উঠা দোকান ও টিনশেড ঘেরা স্থাপনা উচ্ছেদ করেছে ভ্রাম্যমাণ আদালত।
বুধবার দুপুরে পরিচালিত যৌথ অভিযানে সরকারি জায়গা দখল করে গড়ে উঠা প্রায় ২০টি স্থাপনা উচ্ছেদ করা হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) এবিএম খালিদ হোসেন সিদ্দিকী।
অভিযানে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান, সড়ক ও জনপথ বিভাগের সহকারী প্রকৌশলী মোঃ আহসান উল কবির, ঝিনাইদহ পৌরসভার সহকারী প্রকৌশলী মুন্সি মোঃ আবু জাফর, হাইওয়ে পুলিশের অফিসার ইনচার্জ মৃত্যুঞ্জয় বিশ্বাস, পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক মোঃ মারুফ বিল্লাহসহ জেলা ও হাইওয়ে পুলিশের সদস্যরা।
সড়কের দুই পাশে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান চলমান থাকবে বলে জানানো হয়েছে।
৩০৪ বার পড়া হয়েছে
শেয়ার করুন:
মন্তব্য
(0)
আলোচিত খবর
এলাকার খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন
বিজ্ঞাপন
