সারাদেশ
নাটোর সদর উপজেলার বড়ভিটা ভেদরার বিল এলাকায় একটি পুকুরপাড় থেকে অজ্ঞাত পরিচয়ের এক তরুণীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (৫ জানুয়ারি) দুপুরে মরদেহটি উদ্ধার করা হয়।
নাটোরে পুকুরপাড় থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার, হত্যার সন্দেহ
স্টাফ রিপোর্টার, নাটোর
সোমবার, ৫ জানুয়ারি, ২০২৬ ১২:১১ অপরাহ্ন
শেয়ার করুন:
নাটোর সদর উপজেলার বড়ভিটা ভেদরার বিল এলাকায় একটি পুকুরপাড় থেকে অজ্ঞাত পরিচয়ের এক তরুণীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (৫ জানুয়ারি) দুপুরে মরদেহটি উদ্ধার করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, দুপুরের দিকে এলাকাবাসী পুকুরপাড়ে এক নারীর নিথর দেহ পড়ে থাকতে দেখে। বিষয়টি জানানো হলে নাটোর সদর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রাথমিক তদন্ত শুরু করে। পরে আইনগত প্রক্রিয়া শেষে মরদেহটি উদ্ধার করে নাটোর আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়।
নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, উদ্ধার হওয়া নারীর পরিচয় এখনো শনাক্ত করা যায়নি। প্রাথমিকভাবে ঘটনাটি হত্যাকাণ্ড বলে ধারণা করা হচ্ছে।
পরিচয় শনাক্ত এবং ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটনে তদন্ত অব্যাহত রয়েছে।
১৬৮ বার পড়া হয়েছে
শেয়ার করুন:
মন্তব্য
(0)
আলোচিত খবর
এলাকার খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন
বিজ্ঞাপন
