কুয়াকাটায় ভ্রাম্যমাণ মানসিক ভারসাম্যহীন ও দুস্থদের শীতবস্ত্র দিল ‘বাতিঘর’
রবিবার, ৪ জানুয়ারি, ২০২৬ ৪:২৬ অপরাহ্ন
শেয়ার করুন:
পটুয়াখালীর পর্যটন নগরী কুয়াকাটায় শীতার্ত ভ্রাম্যমাণ মানসিক ভারসাম্যহীন ও দুস্থ মানুষের পাশে দাঁড়িয়েছে স্বেচ্ছাসেবী সংগঠন ‘বাতিঘর’। সংগঠনটির উদ্যোগে অর্ধশতাধিক অসহায় নারী-পুরুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
রোববার বিকেল থেকে শুরু করে মধ্যরাত পর্যন্ত কুয়াকাটা পৌর এলাকার বিভিন্ন সড়ক, মহাসড়ক ও সমুদ্র সৈকত এলাকায় ঘুরে ঘুরে এসব শীতবস্ত্র পরিয়ে দেন বাতিঘরের সদস্যরা। কনকনে শীতে জবুথবু হয়ে থাকা মানসিক ভারসাম্যহীন ও ছিন্নমূল মানুষেরা শীতবস্ত্র পেয়ে আনন্দ প্রকাশ করেন।
এই মানবিক কার্যক্রমে অংশ নেন কুয়াকাটা প্রেসক্লাবের সাবেক সভাপতি, ‘আলোকিত কুয়াকাটা’র সম্পাদক ও প্রকাশক এবং বাতিঘরের সহসভাপতি আনোয়ার হোসেন আনু, অর্থ সম্পাদক শাহীন মীর, প্রচার ও প্রকাশনা সম্পাদক হস্তশিল্পী আ. ছত্তার ফকির, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক কবি হানিফ সরদার, যুগ্ম সাধারণ সম্পাদক সাংবাদিক পলাশ সরকার, বাউল শিল্পী আব্দুস ছালাম আকনসহ সংগঠনের অন্যান্য সদস্যরা।
বাতিঘরের সাধারণ সম্পাদক ফিরোজ আহমেদ প্রিন্স জানান, মানবসেবার প্রত্যয় নিয়ে কবি, সাহিত্যিক, সাংবাদিক, সাংস্কৃতিক কর্মী ও সমাজসেবকদের সমন্বয়ে নতুন সংগঠন হিসেবে বাতিঘরের যাত্রা শুরু হয়েছে। তিনি বলেন, উপকূল রক্ষায় সবুজায়ন কর্মসূচি, সামাজিক মূল্যবোধ জাগ্রত করা এবং মানসিক ভারসাম্যহীন, প্রতিবন্ধী ও দুস্থ মানুষের পাশে দাঁড়ানো—এসব লক্ষ্য নিয়েই সংগঠনটি কাজ করছে। এরই ধারাবাহিকতায় এই শীতবস্ত্র বিতরণ কর্মসূচি বাস্তবায়ন করা হয়েছে।
সংগঠনের সভাপতি ইলিয়াস রেজা বলেন, তীব্র শীতে কুয়াকাটার অনেক ভ্রাম্যমাণ মানসিক ভারসাম্যহীন, ফকির ও দুস্থ মানুষ চরম কষ্টে দিন কাটাচ্ছেন। তাদের খুঁজে খুঁজে শীতবস্ত্র পৌঁছে দেওয়া হয়েছে। ভবিষ্যতেও বাতিঘরের এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে বলে তিনি জানান।
১৫৭ বার পড়া হয়েছে
