কলাপাড়ায় ক্রিকেট চ্যাম্পিয়ন মহিপুর কো-অপারেটিভ মাধ্যমিক বিদ্যালয়
রবিবার, ৪ জানুয়ারি, ২০২৬ ৪:২৩ অপরাহ্ন
শেয়ার করুন:
পটুয়াখালীর কলাপাড়ায় অনুষ্ঠিত ৫৪তম শীতকালীন স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার ক্রিকেট ইভেন্টে চ্যাম্পিয়নের গৌরব অর্জন করেছে মহিপুর কো-অপারেটিভ মাধ্যমিক বিদ্যালয়। রবিবার (৪ জানুয়ারি) উপজেলা পরিষদ খেলার মাঠে প্রতিযোগিতার ফাইনাল ম্যাচ শেষে বিজয়ীর নাম ঘোষণা করা হয়।
সকাল ১০টায় ক্রিকেট ইভেন্টের উদ্বোধন করেন উপজেলা একাডেমিক সুপারভাইজার মো. মনিরুজ্জামান খান। এ সময় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, ক্রীড়া শিক্ষক, আয়োজক কমিটির সদস্য এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
ফাইনাল খেলায় খেপুপাড়া সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয় টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয়। ব্যাট করতে নেমে মহিপুর কো-অপারেটিভ মাধ্যমিক বিদ্যালয় নির্ধারিত ওভারে ৮৫ রান সংগ্রহ করে। জবাবে খেপুপাড়া সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয় লক্ষ্যে পৌঁছাতে ব্যর্থ হলে ৫ রানে জয় পায় মহিপুর কো-অপারেটিভ মাধ্যমিক বিদ্যালয়।
এই জয়ের মধ্য দিয়ে মহিপুর কো-অপারেটিভ মাধ্যমিক বিদ্যালয় পটুয়াখালী জেলা পর্যায়ের প্রতিযোগিতায় অংশগ্রহণের যোগ্যতা অর্জন করেছে।
উপজেলা একাডেমিক সুপারভাইজার মো. মনিরুজ্জামান খান জানান, ক্রিকেট ইভেন্টের মধ্য দিয়ে একটি পর্ব শেষ হয়েছে। আগামীকাল ভলিবল ও ব্যাডমিন্টন ইভেন্ট অনুষ্ঠিত হবে এবং মঙ্গলবার এথলেটিক প্রতিযোগিতার মাধ্যমে শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপ্তি ঘটবে। সমাপনী অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেবেন। প্রতিটি ইভেন্টের চ্যাম্পিয়ন দল জেলা পর্যায়ে অংশ নেবে বলে তিনি জানান।
১৬৩ বার পড়া হয়েছে
