সাংবাদিক মাহফুজ আলী কাদেরীর মুক্তির দাবিতে পাবনায় মানববন্ধন
রবিবার, ৪ জানুয়ারি, ২০২৬ ৪:১৫ অপরাহ্ন
শেয়ার করুন:
পাবনা থেকে প্রকাশিত দৈনিক পাবনার আলো পত্রিকার সম্পাদক এবং বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়ন (বিএমএসইউ) পাবনা জেলা শাখার সাধারণ সম্পাদক ব্যবসায়ী মাহফুজ আলী কাদেরীর বিরুদ্ধে দায়েরকৃত মামলা প্রত্যাহার ও তার নিঃশর্ত মুক্তির দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।
রোববার (৪ জানুয়ারি) দুপুরে পাবনা জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে পাবনার সর্বস্তরের জনগণের ব্যানারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন শেষে আন্দোলনকারীরা জেলা প্রশাসক শাহেদ মোস্তফা ও পুলিশ সুপার আনোয়ার জাগিদের কাছে একটি স্মারকলিপি প্রদান করেন।
মানববন্ধনে বক্তব্য রাখেন পাবনা থেকে প্রকাশিত দৈনিক খবর বাংলা পত্রিকার সম্পাদক আলহাজ্ব মোহাম্মদ আব্দুস সালাম। এ সময় উপস্থিত ছিলেন প্রকাশক শামীম আহমেদ, অনন্য সমাজকল্যাণ সংস্থার গভর্নিং বডির সদস্য আব্দুল্লাহ আল আমিন বাকি, টোটনসহ বিভিন্ন সামাজিক ও সংস্কারমূলক সংগঠনের কর্মকর্তা সাইফুল ইসলাম, রেজাউল করিম, জাফর সাদিক, আলমগীর হোসেন, সোলাইমান হোসেন, আব্দুস সাত্তার শিপলুসহ অন্যান্যরা।
উল্লেখ্য, গত ২৯ ডিসেম্বর পাবনা শহরের মাসুম বাজার এলাকার নিজ বাসভবন থেকে ডিবি পুলিশ মাহফুজ আলী কাদেরীকে আটক করে। পরবর্তীতে পাবনা সদর থানায় দায়েরকৃত একটি মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়।
২২৭ বার পড়া হয়েছে
