জামালপুরে ভ্রাম্যমান আদালতের অভিযানে ইটভাটায় ৫ লক্ষ টাকা জরিমানা
রবিবার, ৪ জানুয়ারি, ২০২৬ ৪:১২ অপরাহ্ন
শেয়ার করুন:
জামালপুরের মেলান্দহ উপজেলায় অবৈধভাবে পরিচালিত ইটভাটার বিরুদ্ধে ভ্রাম্যমান আদালত অভিযান চালিয়ে পাঁচটি ইটভাটাকে মোট পাঁচ লক্ষ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত।
রোববার (৪ জানুয়ারি) দুপুরে মেলান্দহ উপজেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর, জামালপুরের যৌথ উদ্যোগে এই অভিযান পরিচালিত হয়। নয়ানগর ও ফুলকোচা ইউনিয়নের বুরুঙ্গা, পশ্চিম বুরুঙ্গা, ফুলকোচা দক্ষিণপাড়া ও চর আদিয়ারপাড়া এলাকায় অবস্থিত পাঁচটি পৃথক ইটভাটায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন মেলান্দহ উপজেলা নির্বাহী কর্মকর্তা জিন্নাতুল আরা। এ সময় জামালপুর পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক সঞ্জিব বিশ্বাসসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
অভিযানকালে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ (সংশোধিত ২০১৯) এর ৫(২) ধারা লঙ্ঘনের অভিযোগ প্রমাণিত হওয়ায় সংশ্লিষ্ট আইন অনুযায়ী ১৫(১)(খ) ধারায় প্রতিটি ইটভাটাকে অর্থদণ্ড প্রদান করা হয়। মোট পাঁচ লক্ষ টাকা জরিমানা তাৎক্ষণিকভাবে আদায় করা হয়।
উপজেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর সূত্র জানায়, পরিবেশ সুরক্ষা ও আইন বাস্তবায়নের স্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
১৫২ বার পড়া হয়েছে
