জয়পুরহাটে খালেদা জিয়ার মৃত্যুতে স্বেচ্ছাসেবক দলের শোকসভা ও দোয়া মাহফিল
রবিবার, ৪ জানুয়ারি, ২০২৬ ১২:২৮ অপরাহ্ন
শেয়ার করুন:
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে ঘোষিত সাতদিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে ষষ্ঠ দিনে জয়পুরহাটে শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রোববার বিকেলে জেলা জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে শহরের জেলা বিএনপি কার্যালয়ে এ কর্মসূচি আয়োজন করা হয়। শোকসভায় সভাপতিত্ব করেন জেলা জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আলমগীর হোসেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি ও বক্তাদের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপির রাজশাহী বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক একেএম ওবায়দুর রহমান চন্দন, জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও জয়পুরহাট-১ আসনের প্রার্থী মাসুদ রানা প্রধান, জেলা জিয়া পরিষদের সভাপতি অধ্যাপক আমিনুর রহমান বকুল, জেলা জাতীয়তাবাদী ওলামা দলের আহ্বায়ক মওলানা লোকমান হোসাইন, জেলা কৃষক দলের আহ্বায়ক সেলিম রেজা ডিউক এবং জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শামস মতিন।
বক্তারা বেগম খালেদা জিয়ার রাজনৈতিক জীবন, দেশ ও গণতন্ত্রে তার অবদানের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন এবং তার আত্মার মাগফিরাত কামনা করেন।
শোকসভা শেষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে মোনাজাত পরিচালনা করেন জেলা জাতীয়তাবাদী ওলামা দলের আহ্বায়ক মওলানা লোকমান হোসাইন।
২১১ বার পড়া হয়েছে
