বেশি দামে এলপিজি বিক্রির দায়ে ‘জেনারেল গ্যাস হাউস’-কে লাখ টাকা জরিমানা
রবিবার, ৪ জানুয়ারি, ২০২৬ ১১:৩৫ পূর্বাহ্ন
শেয়ার করুন:
মাগুরায় সরকারি মূল্যাভিমুখী নিয়ম ভঙ্গ এবং অগ্নিনিরাপত্তা উপেক্ষার দায়ে ‘জেনারেল গ্যাস হাউস’ নামে একটি গ্যাস ডিলার প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
রোববার (৪ জানুয়ারি) দুপুর ১২টা থেকে ২টা পর্যন্ত শহরের দোয়ারপাড়া এলাকায় পরিচালিত অভিযানকালে এই প্রতিষ্ঠান থেকে বিভিন্ন নিয়মভঙ্গ ধরা পড়ে। খুচরা পর্যায়ে ১২ কেজি সিলিন্ডার গ্যাসের সরকারি দাম ১২৫৩ টাকা হওয়া সত্ত্বেও প্রতিষ্ঠানটি পাইকারি মূল্য ১৩৩০ থেকে ১৩৫০ টাকায় বিক্রি করছিল।
এছাড়া প্রচুর সিলিন্ডার মজুদ থাকলেও ডিলার মালিক কতগুলো সিলিন্ডার মজুদ রাখতে পারবেন তার বৈধ নথিপত্র দেখাতে ব্যর্থ হন। বিভিন্ন কোম্পানির গ্যাস সিলিন্ডার ওজনেও অনিয়ম পাওয়া যায় এবং অগ্নিনিরাপত্তার জন্য থাকা একমাত্র যন্ত্রটির মেয়াদ ২০২২ সালে শেষ হয়ে গেছে।
উপরোক্ত অপরাধের দায়ে প্রতিষ্ঠানটির মালিক সৈয়দ খায়রুজ্জামানকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৪০ ও ৫২ ধারায় ১ লাখ টাকা জরিমানা করা হয়। অভিযানের সময় ভবিষ্যতে এমন অনিয়ম না করার জন্য সতর্ক করা হয়।
অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সজল আহম্মেদ। সার্বিক সহযোগিতায় ছিলেন কৃষি বিপণন কর্মকর্তা মো. রবিউল ইসলাম এবং মাগুরা জেলা পুলিশের একটি টিম।
১৬০ বার পড়া হয়েছে
