চাঁপাইনবাবগঞ্জে ২৪০ জন অসহায়কে শীতবস্ত্র বিতরণ
রবিবার, ৪ জানুয়ারি, ২০২৬ ১১:১৭ পূর্বাহ্ন
শেয়ার করুন:
চাঁপাইনবাবগঞ্জে শীতার্ত মানুষের পাশে দাঁড়াতে ২৪০ জন অসহায় মানুষকে শাল বিতরণ করেছে বাংলাদেশ এক্স ক্যাডেটস এসোসিয়েশন (বেকা) জেলা ইউনিট।
শনিবার (৩ জানুয়ারি) বিকাল ৪টায় সদর উপজেলার নামোশংকরবাটি ফতেপুর গ্রামে প্রথম ধাপে এই শীতবস্ত্র বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা ইউনিটের উপদেষ্টা জনাব মো. নাসিরুজ্জামান খাঁন, সহযোগী অধ্যাপক, নবাবগঞ্জ সরকারি কলেজ; জনাব মো. মিজানুর রহমান, ব্যবস্থাপক, সিটি ব্যাংক, চাঁপাইনবাবগঞ্জ শাখা এবং সমাজসেবক আব্দুল মান্নান বিশ্বাস।
বেকা চাঁপাইনবাবগঞ্জ জেলা ইউনিটের সভাপতি জনাব ফরহাদ আহমেদ সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা সাধারণ সম্পাদক জনাব ওসমান গনি, সাংগঠনিক সম্পাদক মো. তোসিকুল ইসলাম, কোষাধ্যক্ষ মো. শহিদুল ইসলাম, সারমিন, মো. তৌহিদ আলম, শহীদ আলমসহ অন্যান্য সদস্যবৃন্দ।
বক্তারা বলেন, শীতার্ত ও অসহায় মানুষের কষ্ট লাঘবে বেকা নিয়মিতভাবে মানবিক কার্যক্রম পরিচালনা করে যাচ্ছে এবং ভবিষ্যতেও এ ধরনের সামাজিক উদ্যোগ অব্যাহত থাকবে বলে আশাবাদ প্রকাশ করেন।
১৭৬ বার পড়া হয়েছে
