কালাইয়ে তথ্যপ্রযুক্তির সহায়তায় ৫ ডাকাত গ্রেফতার
রবিবার, ৪ জানুয়ারি, ২০২৬ ১১:১৩ পূর্বাহ্ন
শেয়ার করুন:
জয়পুরহাটের কালাইয়ে তথ্যপ্রযুক্তির মাধ্যমে অভিযান চালিয়ে পাঁচজন ডাকাতকে গ্রেফতার করেছে পুলিশ।
তারা সম্প্রতি এক স্বামী পরিত্যক্তা নারীর বাড়িতে ডাকাতি সংঘটিতের দায় স্বীকার করেছে।
পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃতরা গত ১৭ ডিসেম্বর রাতে কালাই উপজেলার নান্দাইল পূর্বপাড়া গ্রামের শাহানা বেগমের বাড়িতে ডাকাতি করে। ডাকাতির সময় তারা বারান্দার গ্রীলের তালা কেটে ঘরে ঢুকে শাহানাকে মারপিট করে জিম্মি করে। এরপর স্টিলের আলমারিতে রাখা ৬ ভরি স্বর্ণালংকার, নগদ ৭ লাখ টাকা এবং কানের দুল লুট করে পালিয়ে যায়।
পরিবেশকরা শাহানাকে আহত অবস্থায় উদ্ধার করে কালাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান। ২৫ ডিসেম্বর মামলা দায়েরের পর পুলিশ তথ্যপ্রযুক্তির মাধ্যমে শনিবার রাতভর অভিযান চালিয়ে পাঁচ ডাকাতকে গ্রেফতার করে। গ্রেফতারের সময় তাদের কাছ থেকে ডাকাতি কাজে ব্যবহৃত বিভিন্ন আলামতও উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন:
আব্দুল মোত্তালেব (৬০), নান্দাইল পূর্বপাড়া
মোহাম্মদ আলী (৪০), নান্দাইল পূর্বপাড়া
সবুজ মিয়া (২৮), দেওগ্রাম
আঞ্জুমান (২৮), দেওগ্রাম
বিপুল চন্দ্র (২৮), বগুড়ার শিবগঞ্জ।
পুলিশ সুপার মিনা মাহমুদা জানান, গ্রেফতারকৃতরা ডাকাতি স্বীকার করেছে এবং প্রত্যেকের নামে পার্শ্ববর্তী জেলাগুলোতে ৮-৯টি মামলা চলমান রয়েছে। পুলিশ আশা করছে, তাদের গ্রেফতারে এলাকার নিরাপত্তা বেড়ে যাবে এবং এ ধরনের অপরাধ কমবে।
প্রেস ব্রিফিংয়ে কালাই থানার অফিসার ইনচার্জসহ অন্যান্য পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
১৫৯ বার পড়া হয়েছে
