কুষ্টিয়া-১ আসনে ৬ প্রার্থীর মনোনয়ন বৈধ, বিএনপির স্বতন্ত্র আবেদন বাতিল
রবিবার, ৪ জানুয়ারি, ২০২৬ ১১:০১ পূর্বাহ্ন
শেয়ার করুন:
কুষ্টিয়া-১ (দৌলতপুর) আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়ন যাচাই-বাছাই সম্পন্ন হয়েছে।
জেলা রিটার্নিং কর্মকর্তা মো. ইকবাল হোসেন রবিবার (৪ জানুয়ারি) সকালে ঘোষণা করেন, বিএনপি মনোনীত প্রার্থী রেজা আহমেদ বাচ্চু মোল্লাসহ মোট ছয়জন প্রার্থীর মনোনয়ন বৈধ।
তবে বিএনপির স্বতন্ত্র প্রার্থী নুরুজ্জামান হাবলু মোল্লা এবং জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি)-এর প্রার্থী গিয়াস উদ্দিনের মনোনয়ন বাতিল করা হয়েছে।
মনোনয়ন যাচাই-বাছাই অনুষ্ঠানে প্রার্থীদের হলফনামা, আয়-ব্যয়ের বিবরণী এবং এক শতাংশ ভোটারের সমর্থন সংক্রান্ত কাগজপত্র যাচাই করা হয়। রিটার্নিং কর্মকর্তা জানান, প্রয়োজনীয় কাগজপত্রে ত্রুটি এবং অসম্পূর্ণতার কারণে দুই প্রার্থীর মনোনয়ন বাতিল করা হয়েছে। তবে তারা নির্ধারিত সময়ের মধ্যে নির্বাচন কমিশনে আপিল করতে পারবেন।
মনোনয়ন বৈধ প্রার্থীদের মধ্যে আছেন- রেজা আহমেদ বাচ্চু মোল্লা (বিএনপি), বেলাল উদ্দীন (বাংলাদেশ জামায়াতে ইসলামী), বদিরুজ্জামান (বাংলাদেশ ইসলামী ফ্রন্ট), শাহাবুল ইসলাম (গণঅধিকার পরিষদ), শাহরিয়ার জামিল (জাতীয় পার্টি), মুফতি আমিনুল ইসলাম (ইসলামী আন্দোলন বাংলাদেশ)।
মনোনয়ন বাতিল হওয়া বিএনপির স্বতন্ত্র প্রার্থী নুরুজ্জামান হাবলু মোল্লা বলেন, 'এক শতাংশ ভোটারের সমর্থন সংক্রান্ত কাগজপত্রে ত্রুটি দেখানো হয়েছে। আমি মনে করি বিষয়টি ঠিক করা সম্ভব এবং আমি আপিল করবো।'
অন্যদিকে জেএসডি প্রার্থী গিয়াস উদ্দিনও বলেন, 'হলফনামা সংক্রান্ত সমস্যা দেখানো হয়েছে। আমি নির্বাচনী আপিলের প্রস্তুতি নিচ্ছি।'
রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, মনোনয়ন যাচাই-বাছাই শেষ হওয়ায় কুষ্টিয়া-১ আসনের নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতা আরও স্পষ্ট হয়ে উঠেছে।
উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, দৌলতপুরে মোট ১৩৫টি ভোটকেন্দ্র রয়েছে। এখানে মোট ভোটার চার লাখ চার হাজার, যার মধ্যে ১৮-২৯ বছর বয়সী তরুণ ভোটারের সংখ্যা প্রায় ৯৬ হাজার। ঘোষিত তফসিল অনুযায়ী, ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে আগামী ১২ ফেব্রুয়ারি।
২৫৬ বার পড়া হয়েছে
