ধামরাইয়ে জমি সংক্রান্ত বিরোধে ভাইয়ের হাতে ভাই নিহত
রবিবার, ২৮ ডিসেম্বর, ২০২৫ ১২:২৬ অপরাহ্ন
শেয়ার করুন:
ঢাকার ধামরাইয়ে বাড়ির সীমানা নিয়ে বিরোধের জেরে ছোট ভাই নেওয়াজ আলির হাতেই মান্নান মিয়া (৬০) নিহত হয়। ঘটনা ঘটেছে কুশরা ইউনিয়নের বন্যা গ্রামে।
স্থানীয় সূত্রে জানা যায়, গত ২৭ ডিসেম্বর সকাল আনুমানিক ৯টায় মান্নান মিয়ার সঙ্গে তার ছোট ভাই নেওয়াজ আলির মধ্যে বাড়ির জমি সংক্রান্ত বিরোধের জেরে মারামারি হয়। এতে গুরুতর আহত হন মান্নান মিয়া। পরে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকার ধানমন্ডি ২৭ প্লাস হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
চিকিৎসাধীন অবস্থায় রবিবার (২৮ ডিসেম্বর) সকাল ৯টায় মান্নান মিয়া হাসপাতালে মৃত্যু বরন করেন। তিনি কুশরা ইউনিয়নের বন্যা গ্রামের মৃত জয়নুদ্দিনের ছেলে।
নিহতের পরিবার জানিয়েছে, ঘটনার দিন তার মেয়ে রুমা বেগমকে মারধর করা হয়। পরে স্বামী ও বাবা প্রতিবাদ করতে গেলে তাদের উপর লাঠি সোটা দিয়ে হামলা চালানো হয়। রুমা ও তার ছেলে তাদের উদ্ধার করতে গেলে দুই চাচা, চাচি ও চাচাতো ভাইও তাদের উপর অতর্কিত হামলা চালায়।
ধামরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) নাজমুল হুদা খান বলেন, 'ঘটনার পর পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতের সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য মরগে প্রেরণ করেছে। ঘটনার সাথে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।'
এই ঘটনার কারণে এলাকায় নিরাপত্তা বাড়ানো হয়েছে এবং স্থানীয়রা গভীর শোক প্রকাশ করেছেন।
২২১ বার পড়া হয়েছে
