সেন্টমার্টিনগামী পর্যটকবাহী জাহাজে ভয়াবহ আগুন, এক কর্মচারীর মৃত্যু
শনিবার, ২৭ ডিসেম্বর, ২০২৫ ৫:৩০ পূর্বাহ্ন
শেয়ার করুন:
কক্সবাজার থেকে সেন্টমার্টিনগামী একটি পর্যটকবাহী জাহাজে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। যাত্রী ওঠার ঠিক আগমুহূর্তে আগুন লাগায় জাহাজটির এক কর্মচারী নিহত হয়েছেন।
কক্সবাজারের নুনিয়ারছড়া জেটি ঘাট সংলগ্ন বাঁকখালী নদীতে শনিবার ভোর ৮টার দিকে সেন্টমার্টিনগামী পর্যটকবাহী জাহাজ ‘দ্য আটলান্টিক ক্রুজ’ এ ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
জাহাজের ঘুমন্ত অবস্থায় নুর কামাল নামের একজন জাহাজ কর্মী আগুনে দগ্ধ হয়ে নিহত হন। পরে ফায়ার সার্ভিস তার মৃতদেহ উদ্ধার করে। অন্যদিকে, এই অগ্নিকাণ্ডের মাত্র ১৫ মিনিটের মধ্যে প্রায় ২০০ জন পর্যটক প্রাণে বেঁচে যান। তারা তখন জাহাজে ওঠার অপেক্ষায় ছিলেন।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, জাহাজ ঘাটে নোঙর করার সঙ্গে সঙ্গে ভেতর থেকে ধোঁয়ার উর্ধ্বমুখী সূত্র দেখা যায়। অল্প সময়ের মধ্যে আগুন ছড়িয়ে পড়তে থাকে এবং জাহাজে আগুনের লেলিহান শিখা দেখা যায়।
সেন্টমার্টিন পর্যটকবাহী জাহাজ মালিকদের সংগঠন (স্কোয়াব) এর সাধারণ সম্পাদক হোসাইন ইসলাম বাহাদুর জানান, আগুন লাগার সময় জাহাজে কোনো পর্যটক ছিলেন না। ফলে বড় ধরনের প্রাণহানি রোধ করা সম্ভব হয়েছে। এছাড়া সরকারি নির্দেশনা অনুযায়ী পর্যটক ওঠার আগেই প্রশাসনের তদারকি চলছিল।
১৪৯ বার পড়া হয়েছে
