জাতীয়
রাজধানীর মগবাজারে বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে অজ্ঞাত পরিচয়ের এক যুবক নিহত হয়েছেন।
রাজধানীর মগবাজারে বোমা বিস্ফোরণে যুবক নিহত
স্টাফ রিপোর্টার
বুধবার, ২৪ ডিসেম্বর, ২০২৫ ২:২৪ অপরাহ্ন
শেয়ার করুন:
রাজধানীর মগবাজারে বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে অজ্ঞাত পরিচয়ের এক যুবক নিহত হয়েছেন।
পুলিশ সূত্রে জানা যায়, আজ বুধবার (২৪ ডিসেম্বর) সন্ধ্যায় মগবাজার ফ্লাইওভারের ওপর থেকে ছোড়া ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।
নিহত যুবক মুক্তিযোদ্ধা সংসদের সামনে মারা যান।
হাতিরঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. গোলাম মুর্তজা বলেন, “আমরা খবর পেয়েছি এবং ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ঘটনার বিস্তারিত জানার চেষ্টা চলছে।”
মগবাজার এলাকাটি মূলত সাংবাদিক ও মিডিয়াকর্মীদের আড্ডাস্থল হিসেবে পরিচিত। পুলিশ ঘটনাস্থল ঘিরে রেখেছে এবং বিস্ফোরণের কারণ নির্ধারণের জন্য তদন্ত শুরু করেছে।
২০৩ বার পড়া হয়েছে
শেয়ার করুন:
মন্তব্য
(0)
আলোচিত খবর
এলাকার খবর
জাতীয় নিয়ে আরও পড়ুন
বিজ্ঞাপন
