সারাদেশ
ঢাকা-২০ (ধামরাই) আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ঢাকা জেলা যুবদলের সভাপতি ইয়াসিন ফেরদৌস মুরাদের পক্ষে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন ধামরাই উপজেলা বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতা-কর্মীরা।
মুরাদের পক্ষে বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ
ধামরাই প্রতিনিধি
বুধবার, ২৪ ডিসেম্বর, ২০২৫ ১০:৪৫ পূর্বাহ্ন
শেয়ার করুন:
ঢাকা-২০ (ধামরাই) আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ঢাকা জেলা যুবদলের সভাপতি ইয়াসিন ফেরদৌস মুরাদের পক্ষে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন ধামরাই উপজেলা বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতা-কর্মীরা।
বুধবার (২৪ ডিসেম্বর) দুপুরে ধামরাই উপজেলা রিটার্নিং কর্মকর্তা কার্যালয় থেকে মুরাদের পক্ষে মনোনয়ন ফরম উত্তোলন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন ঢাকা জেলা যুবদলের সাবেক সহ-সভাপতি ইবাদুল হক জাহিদসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতারা। ইবাদুল হক জাহিদ বলেন, ঢাকা-২০ আসনে এখনো বিএনপির পক্ষ থেকে কোনো প্রার্থীর নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়নি। দলীয় নেতৃত্ব দ্রুত সময়ের মধ্যেই মনোনয়ন ঘোষণা করবে বলে তারা আশাবাদী।
তিনি আরও বলেন, দীর্ঘ ১৭ বছর ধরে আন্দোলন-সংগ্রামে সক্রিয় ভূমিকা রাখায় ইয়াসিন ফেরদৌস মুরাদ দলীয় মনোনয়ন পাওয়ার যোগ্য প্রার্থী।
১৫০ বার পড়া হয়েছে
শেয়ার করুন:
মন্তব্য
(0)
আলোচিত খবর
এলাকার খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন
বিজ্ঞাপন
