সারাদেশ
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে তাকে শুভেচ্ছা জানাতে উত্তরবঙ্গ থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা হয়েছেন বিএনপির নেতাকর্মীরা। বুধবার সকাল থেকেই রংপুর ও রাজশাহী বিভাগের বিভিন্ন জেলা থেকে বাস, ট্রাক ও মাইক্রোবাসে করে তারা নির্দিষ্ট গন্তব্যে যাত্রা শুরু করেন।
যমুনা সেতু পেরিয়ে ঢাকামুখী উত্তরবঙ্গের বিএনপি নেতাকর্মীরা
সিরাজগঞ্জ প্রতিনিধি
বুধবার, ২৪ ডিসেম্বর, ২০২৫ ১০:৩৫ পূর্বাহ্ন
শেয়ার করুন:
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে তাকে শুভেচ্ছা জানাতে উত্তরবঙ্গ থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা হয়েছেন বিএনপির নেতাকর্মীরা। বুধবার সকাল থেকেই রংপুর ও রাজশাহী বিভাগের বিভিন্ন জেলা থেকে বাস, ট্রাক ও মাইক্রোবাসে করে তারা নির্দিষ্ট গন্তব্যে যাত্রা শুরু করেন।
সিরাজগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু জানান, সিরাজগঞ্জ জেলা থেকে একটি ট্রেন, ১৪০টি বাস ও ১০০টি মাইক্রোবাসসহ বিভিন্ন পরিবহনে প্রায় ২০ হাজার নেতাকর্মী ঢাকায় যাবেন। বুধবার রাত ১১টা এবং বৃহস্পতিবার ভোরে সিরাজগঞ্জ এক্সপ্রেস ট্রেনে দলীয় নেতাকর্মীরা ঢাকার উদ্দেশ্যে যাত্রা করবেন।
এদিকে বুধবার দুপুরে যমুনা সেতুর পশ্চিম পাড়ের কড্ডার মোড় বাসস্ট্যান্ড এলাকা থেকে দলটির নেতাকর্মীদের বিচ্ছিন্নভাবে বাসে করে ঢাকায় যেতে দেখা যায়।
২৭৭ বার পড়া হয়েছে
শেয়ার করুন:
মন্তব্য
(0)
আলোচিত খবর
এলাকার খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন
বিজ্ঞাপন
