হত্যা ও গণমাধ্যম অফিসে অগ্নিসংযোগের প্রতিবাদে মানিকগঞ্জে মানববন্ধন
বুধবার, ২৪ ডিসেম্বর, ২০২৫ ৭:২৭ পূর্বাহ্ন
শেয়ার করুন:
সারাদেশে সাংবাদিকদের ওপর নির্যাতন, হত্যা ও গণমাধ্যম অফিসে অগ্নিসংযোগের ঘটনার প্রতিবাদে মানিকগঞ্জে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।
বুধবার (২৪ ডিসেম্বর) সকাল সাড়ে ১১টায় মানিকগঞ্জের ভাষা শহীদ রফিক উদ্দিন চত্বরে টেলিভিশন রিপোর্টার্স ইউনিট (টিআরইউ)–এর ব্যানারে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, সাংবাদিকরা কারও পক্ষ নিয়ে নয়, বরং সমাজের অনিয়ম ও দুর্নীতির তথ্য জাতির সামনে তুলে ধরেন। কিন্তু সাম্প্রতিক সময়ে সারাদেশে গণমাধ্যমকর্মীদের ওপর নৃশংস হামলা বেড়েছে। অনেক ঘটনায় সিসিটিভি ফুটেজে হামলাকারীদের শনাক্ত করা গেলেও অজ্ঞাত কারণে তারা আইনের আওতার বাইরে থেকে যাচ্ছে। বক্তারা সাংবাদিক হত্যা, নির্যাতন ও গণমাধ্যম অফিসে হামলার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
মানিকগঞ্জ টেলিভিশন রিপোর্টার্স ইউনিট (টিআরইউ)–এর সভাপতি বিএম খোরশেদের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম লিটনের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য দেন টিআরইউ’র উপদেষ্টা গোলাম সারোয়ার ছানু, মানিকগঞ্জ প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক অতিন্দ্র চক্রবর্তী বিপ্লব, সাবেক সহসভাপতি সাইফুদ্দিন আহমেদ নান্নু, সাংবাদিক সমিতির সভাপতি মানবেন্দ্র চক্রবর্তী, দৈনিক আল-আযান পত্রিকার সম্পাদক ও প্রকাশক অ্যাডভোকেট আমিনুল হক আকবর, টিআরইউ’র সহসভাপতি মো. ইউসুফ আলী, যুগ্ম সম্পাদক আর এস মঞ্জুর রহমান এবং প্রথম আলোর মানিকগঞ্জ প্রতিনিধি আব্দুল মোমিন।
এ সময় মানিকগঞ্জ প্রেসক্লাব, সাংবাদিক সমিতি ও টিআরইউ’র নেতৃবৃন্দসহ বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা মানববন্ধনে অংশ নেন।
১৭৫ বার পড়া হয়েছে
