তারেক রহমানের প্রত্যাবর্তন ঘিরে দৌলতপুরে উচ্ছ্বাস, ঢাকায় যাচ্ছেন সহস্রাধিক
বুধবার, ২৪ ডিসেম্বর, ২০২৫ ৫:৪৮ পূর্বাহ্ন
শেয়ার করুন:
প্রায় ১৭ বছরের দীর্ঘ প্রবাসজীবন শেষে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনকে কেন্দ্র করে কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় বইছে আবেগ ও উচ্ছ্বাসের জোয়ার।
এই ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হতে দৌলতপুর উপজেলা থেকে অন্তত দুই হাজার বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী রাজধানী ঢাকার উদ্দেশে যাত্রা শুরু করেছেন।
দৌলতপুর উপজেলা বিএনপি ও এর সহযোগী সংগঠনের উদ্যোগে অর্ধশতাধিক বাস ছাড়াও মাইক্রোবাস, হাইস ও প্রাইভেট কারে করে নেতাকর্মীরা ঢাকায় যাচ্ছেন। মঙ্গলবার সন্ধ্যা থেকেই বহর আকারে যাত্রা শুরু হয়। বুধবার সকালেও একাধিক গাড়িবহর ঢাকার পথে রওনা হয়েছে। এছাড়া কেউ কেউ সন্ধ্যায় রওনা দেবেন বলে জানা গেছে। অনেক নেতাকর্মী ট্রেন ও ব্যক্তিগত ব্যবস্থায় রাজধানীতে পৌঁছানোর প্রস্তুতি নিয়েছেন।
দীর্ঘদিনের অপেক্ষার অবসান ঘটিয়ে প্রিয় নেতার দেশে ফেরাকে ঘিরে নেতাকর্মীদের মধ্যে দেখা গেছে আবেগঘন পরিবেশ। অনেকেই তারেক রহমানের প্রত্যাবর্তনকে বিএনপির রাজনৈতিক আন্দোলন-সংগ্রামের নতুন অধ্যায়ের সূচনা হিসেবে দেখছেন।
দৌলতপুর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মাসুদুজ্জামান রুবেল বলেন,
“১৭ বছর পর আমাদের নেতা দেশে ফিরছেন—এই অনুভূতি সত্যিই ভাষায় প্রকাশ করা কঠিন। দৌলতপুর থেকে পাঁচটি বাসসহ অন্তত ৩০টি যানবাহনে নেতাকর্মীরা ঢাকায় যাচ্ছেন। সবার মধ্যেই এক ধরনের আবেগ ও উদ্দীপনা কাজ করছে।”
দৌলতপুর উপজেলা বিএনপির সভাপতি, সাবেক সংসদ সদস্য ও বিএনপির মনোনীত প্রার্থী রেজা আহমেদ বাচ্চু বলেন,
“তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন শুধু একটি রাজনৈতিক ঘটনা নয়, এটি বিএনপি নেতাকর্মীদের জন্য গভীর আবেগের বিষয়। গণতন্ত্রকামী মানুষের কাছেও এটি একটি আশার বার্তা হয়ে এসেছে।”
২০৯ বার পড়া হয়েছে
