বগুড়া-৭ আসনে খালেদা জিয়ার পক্ষে বিএনপির মনোনয়নপত্র পুনরায় উত্তোলন
সোমবার, ২২ ডিসেম্বর, ২০২৫ ১০:০৯ পূর্বাহ্ন
শেয়ার করুন:
বগুড়া-৭ (গাবতলী–শাহজাহানপুর) সংসদীয় আসনে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পক্ষে পুনরায় মনোনয়নপত্র উত্তোলন করেছেন দলের নেতারা।
সোমবার দুপুরে গাবতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা হাফিজুর রহমানের কাছ থেকে আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়।
বিএনপির নির্বাচনী সমন্বয়ক ও সাবেক সংসদ সদস্য হেলালুজ্জামান তালুকদার লালুর নেতৃত্বে মনোনয়নপত্র উত্তোলনের সময় উপস্থিত ছিলেন গাবতলী উপজেলা বিএনপির সভাপতি মোর্শেদ মিলটন, সাধারণ সম্পাদক আব্দুর রহিম, শাহজাহানপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইফুল ইসলামসহ বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
এর আগে শহীদ মিনারে বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনায় দোয়া অনুষ্ঠিত হয়। নেতাকর্মীরা জানান, দলীয় চেয়ারপারসনের প্রার্থিতাকে কেন্দ্র করে এলাকায় নেতাকর্মীদের মধ্যে নতুন উদ্দীপনা তৈরি হয়েছে। তারা আশাবাদ ব্যক্ত করেন, বেগম খালেদা জিয়া শিগগিরই সুস্থ হয়ে নির্বাচনী প্রচারণায় অংশ নিতে বগুড়ায় আসবেন।
মনোনয়নপত্র উত্তোলনকে ঘিরে গাবতলী উপজেলা চত্বরে বিএনপি নেতাকর্মীদের সরব উপস্থিতি লক্ষ্য করা যায়।
এদিকে, এর আগের দিন বগুড়া জেলা নির্বাচন অফিসারের কার্যালয় থেকে বগুড়া-৭ আসনে বেগম খালেদা জিয়া এবং বগুড়া-৬ সদর আসনে বিএনপির ভাইস চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ ও সংরক্ষণ করেন বিএনপির স্থানীয় নেতারা।
১৮৫ বার পড়া হয়েছে
