জাতীয়
ঢাকা ও দেশের বিভিন্ন এলাকায় হামলাকারীদের শনাক্ত ও গ্রেপ্তারের জন্য সোমবার সকাল পর্যন্ত অভিযান চালিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।
দুই পত্রিকা ও ছায়ানট-উদীচীতে হামলায় শনাক্ত ৩১, গ্রেপ্তার ৯
স্টাফ রিপোর্টার
সোমবার, ২২ ডিসেম্বর, ২০২৫ ৫:১২ পূর্বাহ্ন
শেয়ার করুন:
ঢাকা ও দেশের বিভিন্ন এলাকায় হামলাকারীদের শনাক্ত ও গ্রেপ্তারের জন্য সোমবার সকাল পর্যন্ত অভিযান চালিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।
ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান বিন হাদির মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর দেশের দুটি প্রধান সংবাদপত্র প্রথম আলো ও ডেইলি স্টার এবং সাংস্কৃতিক সংগঠন ছায়ানট ও উদীচী এর কার্যালয়ে সংঘটিত হামলার ঘটনায় মোট ৩১ জনকে শনাক্ত করা হয়েছে।
এ ব্যাপারে সোমবার সকাল পর্যন্ত চালানো অভিযানে অন্তত নয়জনকে গ্রেপ্তার করা হয়েছে।
রোববার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনার জন্য একটি বৈঠক অনুষ্ঠিত হয়। পুলিশ প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস বৈঠকে এই তথ্য প্রদান করেন।
আজ সকাল ১০টা ৩১ মিনিটে প্রধান উপদেষ্টার ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
১৫৬ বার পড়া হয়েছে
শেয়ার করুন:
মন্তব্য
(0)
আলোচিত খবর
এলাকার খবর
জাতীয় নিয়ে আরও পড়ুন
বিজ্ঞাপন
